ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সহজ রক্ত পরীক্ষায় ধরা পড়ছে ১৪ ধরনের ক্যান্সার

প্রকাশিত: ০১:৩২, ২০ জুলাই ২০২৫

সহজ রক্ত পরীক্ষায় ধরা পড়ছে ১৪ ধরনের ক্যান্সার

সংগৃহীত

বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার। প্রতিদিন হাজারো মানুষ ক্যান্সারে প্রাণ হারান, যা বিশ্বজুড়ে মৃত্যুর প্রায় প্রতি ছয়টির মধ্যে একটি মৃত্যুর জন্য দায়ী। ক্যান্সার চিকিৎসার সবচেয়ে কার্যকর উপায় হলো—প্রথম পর্যায়ে রোগ শনাক্ত করা।

এবার সেই লক্ষ্যে এক যুগান্তকারী সম্ভাবনার দিক দেখালেন সুইডিশ গবেষকরা।

১৪ ধরনের ক্যান্সার প্রথম ধাপেই শনাক্ত

  • সুইডেনের গবেষকরা এক ধরনের সহজ, রক্ত-ভিত্তিক এবং অ-আক্রমণাত্মক (non-invasive) পরীক্ষা উদ্ভাবন করেছেন, যা স্টেজ-১ ক্যান্সার নির্ভরযোগ্যভাবে শনাক্ত করতে পারে। এই পরীক্ষাটি ১৪টি বিভিন্ন ধরনের ক্যান্সার শুরুতেই ধরতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

৬২ শতাংশ পর্যন্ত সফলতা

  • গবেষণায় দেখা গেছে, এই পরীক্ষাটি ৬২ শতাংশ পর্যন্ত সংবেদনশীলতা (sensitivity)-সহ স্টেজ-১ ক্যান্সার শনাক্ত করতে পারে। পরীক্ষাটি মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে রক্ত ও মূত্রে থাকা একটি নির্দিষ্ট ধরনের শর্করা উপাদান—glycosaminoglycans পর্যবেক্ষণ করে। এই উপাদানটি আমাদের বিপাক প্রক্রিয়ার (metabolism) একটি গুরুত্বপূর্ণ অংশ।
  • এই পরীক্ষায় ১,২৬০ জন স্বেচ্ছাসেবীর নমুনা ব্যবহার করে পরীক্ষা চালানো হয়েছে। গবেষণাটি PNAS (Proceedings of the National Academy of Sciences) নামক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।

Glycosaminoglycans কী?

  • Glycosaminoglycans (GAGs) হলো শরীরে প্রাকৃতিকভাবে উৎপন্ন এক ধরনের চিনি জাতীয় যৌগ, যা কোষের কার্যক্রম এবং টিস্যুর গঠনগত স্থায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষকরা লক্ষ্য করেছেন, ক্যান্সারের উপস্থিতিতে রক্তে ও মূত্রে GAG-এর স্তরে পরিবর্তন ঘটে—এটিই তাদের মূল সূচক বা বায়োমার্কার (biomarker) হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ভবিষ্যতের দিশা: সহজ রক্ত পরীক্ষায় আগেভাগে ক্যান্সার ধরা সম্ভব?

  • বর্তমানে ক্যান্সার শনাক্তে প্রচলিত পরীক্ষাগুলো যেমন CT স্ক্যান, বায়োপসি বা ম্যামোগ্রাফি ব্যয়বহুল ও অনেক সময় ব্যথাযুক্ত হয়। নতুন এই পদ্ধতি তুলনামূলকভাবে সহজ, সাশ্রয়ী এবং অল্প সময়ে কার্যকর ফল দিতে সক্ষম হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের টেস্ট ভবিষ্যতে রুটিন হেলথ চেক-আপ-এর অংশ হয়ে উঠতে পারে, যেটি ক্যান্সার মোকাবিলার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষণাটি এখনো প্রাথমিক ধাপেই রয়েছে, তবে এর ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। স্টেজ-১ ক্যান্সার শনাক্তে এই নতুন রক্ত পরীক্ষাটি ভবিষ্যতের ক্যান্সার নির্ণয়ের রূপরেখা বদলে দিতে পারে।

রোগ নির্ণয়ের এই নবতর কৌশল হয়ত ভবিষ্যতে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

হ্যাপী

×