ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৩

প্রকাশিত: ২১:০৯, ৭ ডিসেম্বর ২০২২

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৩

হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬০ জন। 

এছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে ঢাকায় ১৩০ জন ও ঢাকার বাইরে ১২৩ জন চিকিৎসাধীন আছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ১৭১ জন। 

 বুধবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯ হাজার ৪৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৬৫৪ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২১ হাজার ৭৯৫ জন।

এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকার ৩৬ হাজার ৮১১ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ২০৭ জন।

 

এসএইচ

সম্পর্কিত বিষয়:

×