ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৮ দিন পর ফের করোনায় মৃত্যুহীন দেশ

প্রকাশিত: ২০:১৭, ৭ আগস্ট ২০২২

৩৮ দিন পর ফের করোনায় মৃত্যুহীন দেশ

করোনা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ৩৮ দিন পর ফের এমনটা দেখল বাংলাদেশ। এর আগে ২৯ জুন করোনায় মৃত্যুহীন দিনের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩০২ জন।
 
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ। এ নিয়ে টানা চার দিন নতুন রোগী শনাক্তের হার ৫ শতাংশ

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১২০ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহে, ৩৭ জন চট্টগ্রামের, ২০ জন রাজশাহীর, ৪ জন রংপুরের, ১৮ জন খুলনার, ৫ জন বরিশালের এবং ৬ জন সিলেট বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

×