. ॥ এক ॥ পৃথিবীটা ঘুরছে, এ কথা আমি জানি, তুমি জান, সবাই জানে। কেবল জানে না পৃথিবী নিজে। শামুক ধীরধীর বলল, তুমি ঘুরছ। তোমার সঙ্গে তাল
বাংলা ভাষার দেশ আমাদের গরুগুলো আকাশে ওড়ে আমাদের পাখিগুলো সাইকেলে চড়ে আমাদের গাছগুলো শুয়ে আছে মাঠে আমাদের নদীগুলো সোজা হয়ে হাঁটে আমাদের ফুলগুলো ফোটে না তো ভুলে আমাদের মৌরিগুলো না পায় মধু ফুলে আমাদের সাপগুলো নির্বিষ এখন আমাদের ব্যাঙগুলো ডাকে না