নদীটা অনেক দূরেই ছিল। এক রাতেই নদীটা চলে এল বাড়ির কাছে। হাশেম চাচার গলা শুনেছিলাম আমি। খুব সকালেই শুনেছিলাম। দূর থেকে ভেসে আসছে কথাগুলো। এক
**চাঁদের পাশে চাঁদনী হাসে নুরুন্নাহার শিরীন শ্রাবণ মাসে এদেশ জুড়ে জল থইথই যায়রে পুড়ে বান ভাসিদের দুঃখ কাতর দিন- অন্যদিকে অন্যতর হৈহল্লার দিন। আলো মেঘ এই আছে এই নেই আকাশ বাতাস নাচে