অবশেষে ঘুমিয়ে পড়ে নদী। এতক্ষণে একটু যা শান্তি। সেই সকাল থেকে একটানা কেঁদেই চলেছে নদী। বিষ্টিতে বন্ধুগাছের সঙ্গে খেলবে, কথা বলবে। গো ধরে বসে আছে।
** চিরকালের চাঁদ মোরশেদ কমল লেবুর বনে দেখেছিলাম টুনটুনিদের বাসা কে জানতো দেখতে হবে এমন সর্বনাশা! টুনটুনিদের বাসা উধাও নীরব চোখের ভাষা। পথের ধারে দেখেছিলাম সেগুন গাছের সারি সে সব এখন কোথায় গেলো পাই না দেখা
*সাদমিন জামান (সিয়াম), ন্যাশনাল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, জুনিয়র ওয়ান *সায়ন্তন অধিকারী, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, শ্রেণী-২য় *রিমা চৌধুরী, হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ, শ্রেণী-৮ম *সাবির, সানিডেইল স্কুল, শ্রেণী-কেজি