নবান্ন ফসলভিত্তিক লোকউৎসব। নানা লোকাচার জড়িয়ে আছে এর সঙ্গে। এর আবেদন চিরকালীন। দেশে দেশে বিভিন্ন রূপে নবান্ন পালিত হলেও এটি বাংলা ও বাঙালীর নিজস্ব সংস্কৃতি,
নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব। কৃষিভিত্তিক অর্থনীতির গ্রামবাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম।
আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়ত মানুষ নয় হয়ত শঙ্খচিল শালিকের বেশে, হয়ত ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। প্রকৃতির কবি