ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

এবার বন্যপ্রাণীদের হয়ে আমরা কথা বলি 

প্রকাশিত: ১৭:৪০, ৪ নভেম্বর ২০২৪

এবার বন্যপ্রাণীদের হয়ে আমরা কথা বলি 

বন ও বন্যপ্রাণী রক্ষায় মানবজাতির দায়িত্বশীল আচরণ প্রয়োজন। তারা নিজেদের নিয়ে কথা বলতে পারে না। তাই তাদের নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব বলে দাবি করেন রিবেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

আজ সোমবার বিশ্ব ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ধারণা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, যা মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশগত সুস্থতার অভিন্ন সংযোগকে চিহ্নিত করে। তাই এ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ওয়ান হেলথ এর মধ্যে শুধু মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্হ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ মন্ত্রণালয় থাকলেই হবেনা। এখানে কৃষি, শিল্প মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগকে আওতাভুক্ত করতে হবে। কৃষিতে পেস্টিসাইড, হার্বিসাইড ব্যবহারের ফলে দেশের উৎপাদিত কৃষিপণ্য মানুষ ও প্রাণী স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা খাদ্য দ্রব্যের উৎপাদন বাড়ালেও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ করি নাই। ওয়ান হেলথ এপ্রোচের মাধ্যমে মানুষ, প্রাণী ও কৃষি উৎপাদন নিয়ন্ত্রণ করা হলে মানব স্বাস্থ্য রক্ষা হবে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম. এ. আকমল হোসেন।

×