ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্লে-ব্যাকে প্রথম প্রমি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ৩০ জানুয়ারি ২০২৩

প্লে-ব্যাকে প্রথম প্রমি

তামান্না প্রমি

তামান্না প্রমি, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। সংগীতাঙ্গনে পেশাগতভাবে কয়েক বছরের পথচলায় এবারই প্রথম তিনি সিনেমায় গান গেয়েছেন। রাজু আলীম ও মাসুমা তানির পরিচালনায় পপি ও শিপন মিত্রকে নিয়ে নির্মিত ‘ভালোবাসার প্রজাপতি’ (নাম পরিবর্তন হতে পারে) সিনেমায়  প্রথমবার প্লে-ব্যাক করেছেন। গানের কথা লিখেছেন রাজু আলীম এবং সুর সংগীত করেছেন ম্যাক আপেল (সেরাকণ্ঠ ২০১৭ খ্যাত সংগীতশিল্পী)। এরই মধ্যে গানটিতে ভয়েজ দিয়েছেন প্রমি।

জীবনে প্রথম সিনেমায় গান গেয়ে ভীষণ উচ্ছ্বসিত ও আনন্দিত তামান্না প্রমি। তামান্না প্রমি বলেন, প্রথমবার প্লে-ব্যাক করা নিঃসন্দেহে আমার কাছে ছিল অনেক ভালো লাগার এবং উচ্ছ্বাসের, আনন্দের। কারণ যে কোনো শিল্পীরই আধুনিক গান গাওয়ার পাশাপাশি, স্টেজ শোতে পারফর্ম করার পাশাপাশি সিনেমাতে প্লে-ব্যাক করার স্বপ্ন থাকে। সেদিক দিয়ে বিবেচনা করলে বলা যেতে পারে, গানকে ঘিরে আমার কিছু স্বপ্নের মধ্যে আর একটি স্বপ্ন পূরণ হলো। এটা পরম সত্যি যে, প্লে-ব্যাক করলে অনেক কিছু শেখা যায়। বিশেষ করে গানের কোথায় কিভাবে গাইতে হবে, কিভাবে থ্রোয়িং করতে হবে- সবই শেখা যায়। প্রমি জানান, এই গানটি একটি দ্বৈত গান। 

×