ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুগলবন্দী পিজিত-নদী

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ৫ অক্টোবর ২০২২

যুগলবন্দী পিজিত-নদী

পিজিত-নদী

নিজের ইউটিউব চ্যানেলের জন্য একাধিক গান করছেন কণ্ঠশিল্পী পিজিত মহাজন। তারই ধারাবাহিকতায় ‘বিন্দু মনের সিন্ধু ভালবাসা’ নামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে তার সঙ্গে দ্বৈত গেয়েছেন মৌমিতা তাসরিন নদী। রবিউল ইসলাম জীবনের কথায় এটির  সুর-সঙ্গীত করেছেন ‘চলো নিরালায়’-খ্যাত অয়ন চাকলাদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন রুম্মান আবদুল্লাহ।

পিজিত বলেন, ‘জীবনের অনেক শখ বিসর্জন দিয়ে নিজের চ্যানেলটির জন্য প্রতিনিয়ত গান করে যাচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। নদী বলেন, ‘খুব মিষ্টি কথা-সুরের একটি গান করলাম। গানপাগল মানুষ পিজিত ভাই, সঙ্গীতের নিবেদিত প্রাণ। দারুণ একটি গান হয়েছে আমাদের। শীঘ্রই গানচিত্রটি উন্মুক্ত হবে পিজিত মহাজন অফিসিয়াল নামের ইউটিউব চ্যানেলে।

×