ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অনুদানের ছবিতে প্রথম গাইলেন ফাহমিদা নবী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ২ অক্টোবর ২০২২

অনুদানের ছবিতে প্রথম গাইলেন ফাহমিদা নবী

ফাহমিদা নবী

প্রথমবারের মতো অনুদানের ছবিতে গান করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাহমিদা নবী। ‘চাদর’ নামের সিনেমাটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। এতে ‘পুুুবের আকাশ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী।
রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয় ৩০ সেপ্টেম্বর। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু, সুর সঙ্গীত করেছেন সোহেল রাজ। জানা গেছে, গানটির দৃশ্যায়ন শিগগিরই কক্সবাজারে হবে বিধায় গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। ফাহমিদা নবী বলেন, আমার যতদূর মনে পড়ে কোন অনুদানের সিনেমাতে গান গাওয়া হয়নি। এবারই প্রথম এবং অনেকদিন পর কোন সিনেমাতে গান গেয়েছি।

গানের কথা আমার কাছে ভীষণ ভাল লেগেছে। সোহেল রাজ গানটির সুর সঙ্গীতও বেশ ভাল করেছে। আমার কাছে গানটি সব মিলিয়ে খুব ভাল লেগেছে। আশা করছি সিনেমার পর্দার গানটির যথাযথ চিত্রায়নেও ভাল লাগবে দর্শকের। আর গান রেকর্ডিংয়ের পর পরিচালকের জন্মদিনের কেক কেটেছি আমরা সবাই মিলে। এই বিষয়টাও বেশ উপভোগ্য ছিল।

×