ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নজরুল সঙ্গীতে নিবেদিত রত্না

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৪:০৩, ১ অক্টোবর ২০২২

নজরুল সঙ্গীতে নিবেদিত রত্না

রত্না দাস

নজরুল সঙ্গীত শিল্পী রত্না দাস। শুরুটা নৃত্য দিয়ে হলেও নজরুল সঙ্গীতকে জীবনের সঙ্গে গেঁথে নিয়েছেন এই শিল্পী। টিভি, বেতার, ইউটিউব, স্টেজ শোসহ বিভিন্ন মাধ্যমে তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার ‘কেন আনো ফুল ডোর’ শিরোনামের নজরুল সঙ্গীত। রত্না বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে গানটি প্রকাশ হয়। প্রকাশের পর এ পর্যন্ত অনেকেই এ গানের প্রশংসা করেছেন। আমার জন্ম ও বেড়ে ওঠা সাংস্কৃতিক পরিম-লে। বাবা ভাল তবলাবাদক মা গায়িকা। সব মিলিয়ে আমার জগতটা অনুকূলে। শিশুকালে নাচ, পরে মনের অজান্তে গানে প্রবেশ। একসঙ্গে দুই বিষয়ে পথচলা কঠিন বিধায় গানকেই বেছে নিতে হলো।
চতুর্থ শ্রেণীতে পড়ার সময়ই গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। সেখানে সব ধরনের গানের পাশাপাশি মনের টানে নজরুলের গানের ছন্দে নিজেকে সপে দেই। পরবর্তীতে ছায়ানটে ভর্তি হই। এছাড়া ওপার বাংলার কলকাতা থেকে পঞ্চকবি ও তিন কবির গানের দীক্ষাও গ্রহণ করি। তিনি বলেন, আমাদের দেশে রবীন্দ্রনাথের গানের চেয়ে নজরুলের গানের চর্চা আনুপাতিক হারে কম। শুধুমাত্র উৎসব কেন্দ্রিক নজরুলের গানের চর্চা না করে বছর ধরেই চর্চা করা উচিত। রতœার এ পর্যন্ত দুটি গানের এ্যালবাম বের হয়েছে লেজারভিশন থেকে। এছাড়া মিউজিক ভিডিও এসেছে ১৬টি।

×