ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ভেবেছিলাম প্রপোজ, পেলাম প্রিমিয়ার! ইউটিউব স্ক্যাম ১০১

প্রকাশিত: ০০:৩৮, ২০ জুলাই ২০২৫

ভেবেছিলাম প্রপোজ, পেলাম প্রিমিয়ার! ইউটিউব স্ক্যাম ১০১

সংগৃহীত

ফাইনালি সেই প্রতীক্ষিত পোস্ট এল! ঘনিষ্ঠ ছবি, সাদা-কালো আবেগ, ক্যাপশনে অদ্ভুত ইঙ্গিত নেটিজেনদের মুখে তখন একটাই কথা: “এইবার বুঝলাম, ওরা কাপল!”

কিন্তু না! সত্যিটা বেরোল একেবারে বলিউডি টুইস্টে! এই ‘প্রেমপত্র’ আসলে ছিল এক সুরেলা স্ক্যাম! হ্যাঁ, এ দুজন মিলে তৈরি করেছেন একটি গানের ভিডিও, যার নামও বেশ ‘রোম্যান্টিক’। তাদের সেই অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছিল আসলে প্রমোশনের অংশ।

নেট দুনিয়ায় এখন চলছে ঢেউ 

  • “ভেবেছিলাম লাভস্টোরি, পাওয়া গেল মিউজিক ভিডিও!”
  • “সত্যিকারের কাপল হলে ভালোই লাগতো, এখন তো মনে হচ্ছে ফিলিং সেই ইনভেস্ট করেছিলাম!”
  • “ইউটিউব ওপেন করলাম বিয়ের ঘোষণার খোঁজে, পেলাম গান!”

একদল বলছে, "আরে ভাই, এটা তো sarcasm scam!"আরেকদল মজা করে বলছে, “এটা প্রেম নয়, প্রমোশন-শিপ!”

গানটি মুক্তি পেয়েছে ইউটিউবে এবং ইতোমধ্যেই ট্রেন্ডিং-এ।তবে এতটাই বিশ্বাসযোগ্য প্রেম-ভঙ্গিমা ছিল তাদের পোস্টগুলোতে, যে দর্শকদের অনেকেই এখন বলছেন -“ভাই, একটু সতর্ক করে দিলে পারতে!”

এই ঘটনা আবার প্রমাণ করলো সোশ্যাল মিডিয়ার প্রেম ও প্রচার একে অপরের থেকে আলাদা করা বেশ কঠিন!আর আশিস চঞ্চলানির মতো কমেডির জাদুকর যখন সিরিয়াস হন, তখন সেটা হয় হাসির থেকেও বড়ো নাটক! 

হ্যাপী

×