ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

অডিও বুকেও জনপ্রিয় হুমায়ূন আহমেদ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ১৯ জুলাই ২০২৫

অডিও বুকেও জনপ্রিয় হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ

বর্তমান সময়ের তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও সাহিত্যের স্বাদ নেওয়ার নতুন মাধ্যম হয়ে উঠেছে অডিও বুক। যারা কখনো বইয়ের পাতায় চোখ বোলাতে চাননি, তাদের কাছেও এখন হুমায়ূন আহমেদের সাহিত্য পৌঁছে যাচ্ছে কানে কানে। ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ইদানিং ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই কিংবদন্তির লেখা উপন্যাস ও ছোটগল্পের অডিও সংস্করণ।
এখনকার সময়ে ইউটিউব স্ক্রল করলে দেখা যায়, হুমায়ূন আহমেদের একাধিক জনপ্রিয় বইয়ের অডিও সংস্করণ তৈরি করছে ইউটিউবাররা। যা দারুণ সাড়াও ফেলছে। এর মধ্যে উল্লেখযোগ্য, ‘মিসির আলি সিরিজ’, ‘হিমু সিরিজ’। এছাড়াও রয়েছে ‘অরণ্য’, ‘অচিনপুর’, ‘যদিও সন্ধ্যা’, ‘অরণ্য’, ‘চিনপুর’, ‘যদিও সন্ধ্যা’, ‘তুচ্ছ’, ‘রূপা’, ‘গৌরীপুর জংশন’, ‘তন্দ্রা বিলাস’, ‘নিশীথিনী’ সহ এমন অসংখ্য বই-গল্পের অডিও সংস্করণ রয়েছে ইউটিউবে।

সেই কনটেন্টগুলোর প্রায় প্রতিটির কমেন্ট বক্সেই দেখা যাচ্ছে অসংখ্য পাঠক-শ্রোতার আবেগঘন প্রতিক্রিয়া। কেউ লেখেন, বাহ, হুমায়ূন স্যারের এমন অসাধারণ গল্প পড়ে শোনার অনুভূতি আলাদা। আবার কেউ কেউ লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের গল্প না শুনলে আমাদের ঘুম আসে না।
তবে কিছু ক্ষেত্রে এটিকে ভালো চর্চা বলেও মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অডিও বুক সংক্রান্ত নানা ফেসবুক পেজ, গ্রুপ তৈরি হয়েছে; যেখানে হুমায়ূন আহমেদসহ আরও নানা লেখক-সাহিত্যিকের বই-উপন্যাস নিয়ে আলোচনা হয় বিস্তর। 
এছাড়াও মূল বইয়ের গল্পের সঙ্গে ইউটিউবার কর্তৃক কোনো অডিও সংস্করণের অমিল কিংবা ব্যত্যয় দেখলে তা ধরিয়ে দেওয়া এবং আলোচনা করে সংশোধনের দাবিও তোলা হয়। তাই বলা যায়, ইন্টারনেটের যুগেও এসব অনলাইন পাঠকদের পছন্দের চর্চায় রয়েছেন কিংবদন্তি সাহিত্যিক হুমায়ূন আহমেদ।

প্যানেল হু

×