ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোবাইল চলচ্চিত্র উৎসব আজ শুরু

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩

মোবাইল চলচ্চিত্র উৎসব আজ শুরু

সংবাদ সম্মেলনে মোহাম্মদ সাম্বিতুল ইসলাম, ইসমাম রহিম কারীব ও জান্নাতিন তাজরীমিন রীথি

নবম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের (ডিআইএমএফএফ) পর্দা উঠছে আজ শনিবার। রাজধানীর মোহাম্মদপুরের ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি থাকবেন গ্রে ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা গাউসুল আলম শাওন। দুই দিনব্যাপী এ উৎসবে বিশ্বের ২৫টি দেশের ১৬৩টি চলচ্চিত্র থেকে বাছাই ২৬টি চলচ্চিত্র প্রদর্শন হবে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের রিসার্চ বিল্ডিংয়ে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআইএমএফএফ-২০২৩ এর ফেস্টিভ্যাল ডিরেক্টর মোহাম্মদ সাম্বিতুল ইসলাম, ইভেন্ট কো-অর্ডিনেটর ইসমাম রহিম কারীব এবং পাবলিক রিলেশন্স ম্যানেজার জান্নাতিন তাজরীমিন রীথি। উদ্বোধনী দিন দুই পর্বে চলচ্চিত্র প্রদর্শন হবে। উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে ৫ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে। সমাপনী দিনের প্রধান অতিথি ইরেশ যাকের। এদিন ১০টি চলচ্চিত্র নিয়ে একটি প্রদর্শনী হবে এবং ঘোষণা করা হবে ডিআইএমএফএফ-২০২৩ চলচ্চিত্র বিজয়ীদের নাম। উৎসবের ৯ম আসরে মোট পাঁচটি বিভাগে চলচ্চিত্র জমা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে ‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ প্রতিপাদ্যে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়। মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্যই এই আয়োজন।

 

×