ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুম্বাই উৎসবে সেরা ‘জেকে ১৯৭১’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ১৯ আগস্ট ২০২২

মুম্বাই উৎসবে সেরা ‘জেকে ১৯৭১’

‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রের একটি দৃশ্য

ফরাসী যুবক জ্যঁ কুয়ের সঙ্গে বাংলাদেশের সরাসরি কোনও যোগাযোগ ছিল না, এমনকি বাংলাদেশে কখনও আসেননি তিনিতারপরও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শুধুমাত্র মানবিক কারণে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমানসেদিন তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিসা সামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে, তবেই মুক্তি পাবে বিমানের সব যাত্রী১৯৭১ সালের বাস্তব ঘটনার সূত্র ধরে নির্মিত হয়েছে চলচ্চিত্র জেকে ১৯৭১যে ঘটনার মূল নায়ক ফরাসী যুবক জ্যঁ কুয়ে

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উসবে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার জিতে নিল বাংলাদেশের জেকে ১৯৭১সিনেমাটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খানসব কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হন নির্মাতাতিনি বলেন, ফরাসী যুবক জ্যঁ কুয়েকে নিয়ে আমার এই সিনেমামানবিক এই মানুষটির কথা আমরা অনেকেই জানি নাতার কথা জানাতেই সিনেমাটি নির্মাণ করেছিমুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উসবে এই অর্জনের মাধ্যমে তার কথা অনেকেই জানতে পারছেনআশা করছি তার কথা ধীরে ধীরে অনেকেই জানতে পারবেন

জেকে ১৯৭১নির্মাণ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন খান আরও বলেন, আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আফগান যুদ্ধ, এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়েও সিনেমা দেখিকিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজীতে আমাদের মুক্তিযুদ্ধের কোনও সিনেমা নেইতাই আমরা এই সিনেমাটি নির্মাণ করেছি

×