ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টগি ফান ওয়ার্ল্ড

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৩, ৩১ জুলাই ২০২২

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টগি ফান ওয়ার্ল্ড

সংবাদ সম্মেলনে আয়োজকরা

বিনোদন দিতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে গড়ে তোলা হয়েছে টগি ফান ওয়ার্ল্ডএখানে রয়েছে লেজার ট্যাগ, পেইন্ট বল, হলো গেট, জাইরো ভি আর, হ্যাডোর মতো প্রযুক্তি নির্ভর জনপ্রিয় ও রোমাঞ্চকর সব আয়োজনবিনোদনের পাশাপাশি টগি ফান ওয়ার্ল্ড এবার দেশের সুবিধাবঞ্চিতদের জীবন মান উন্নয়নে উদ্যোগ নিয়েছে

প্রতিটি বিক্রীত টিকেট হতে ১ টাকা করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানকে প্রদান করা হবেবিশ্ব বন্ধু দিবসকে মাথায় রেখে এই দিনটিকে বেছে নিয়েছে তারাটিকেটপ্রতি এক টাকা অর্থ বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশনকে দেয়া হবেশিশুদের জীবন মান উন্নয়নে এ অর্থ সহায়তা দিচ্ছে টগি ফান ওয়ার্ল্ডশনিবার (৩০ জুলাই) টগি ফান ওয়ার্ল্ডের আয়োজনে বসুন্ধরা সিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়সংবাদ সম্মেলনে বসুন্ধরা সিটি শপিং মল এবং বসুন্ধরা স্পেশাল চিল্ড্রেন ফাউন্ডেশন ইনচার্জ মেজর (অব) মোঃ মহসিনুল করিম বলেন, বিশেষ সুবিধা সম্পন্ন শিশুদের নিয়ে বসুন্ধরা গ্রুপ কাজ করছেআমাদের বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন স্কুলে বর্তমানে ১০৩ জন শিক্ষার্থী রয়েছে

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সচিব এবং টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্না বলেন, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করেতারা যদি সুস্থ জীবন পায় তাহলে ধীরে ধীরে পুরো পরিবার সুস্থ জীবনযাত্রা পাবেসেজন্য টগি ফান ওয়ার্ল্ডের টিকেট বিক্রি থেকে এক টাকা দেয়া হচ্ছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন, জাগো ও বিদ্যানন্দ ফাউন্ডেশনকে

×