ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

অক্ষয় কুমার ২৭০০ কোটির মালিক হলেও ছেলে কেন সেকেন্ড হ্যান্ড জামা পরেন?

প্রকাশিত: ১৬:৪৯, ২০ জুলাই ২০২৫

অক্ষয় কুমার ২৭০০ কোটির মালিক হলেও ছেলে কেন সেকেন্ড হ্যান্ড জামা পরেন?

ছবি:সংগৃহীত

অক্ষয় কুমার—বলিউডের প্রথম সারির সুপারস্টার, যার সম্পদের পরিমাণ প্রায় ২,৭০০ কোটি টাকা। স্ত্রী টুইঙ্কেল খান্না নিজেও একসময়ের জনপ্রিয় অভিনেত্রী, আর তাঁর বাবা রাজেশ খান্না তো হিন্দি সিনেমার এক কিংবদন্তি। এমন এক পরিবারে জন্ম নিয়েও তাঁদের ছেলে আরব ভাটিয়ার জীবনটা রীতিমতো অন্যরকম।

বলিউডের ঝলমলে দুনিয়া, নাম-যশ, বিলাসবহুল গাড়ি-বাড়ি কিংবা দামি ব্র‍্যান্ডের জামাকাপড়—এসব থেকে বেশ খানিকটা দূরে থাকতেই পছন্দ করেন আরব। অক্ষয় কুমার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর ছেলে দ্বিতীয়হাত জামা কাপড় কিনে পরেন। এমনকি নিজের খাবার নিজেই রান্না করেন এবং বাসন মাজা থেকেও পিছপা হন না।

মাত্র ১৫ বছর বয়সেই বাড়ি ছেড়ে লন্ডনে পড়তে চলে যান আরব। বর্তমানে তিনি সেখানে ফ্যাশন ডিজ়াইন নিয়ে পড়াশোনা করছেন। এর আগে তিনি মুম্বইয়ের ইকোল মন্ডেল ওয়ার্ল্ড স্কুলে পড়েছেন, এরপর সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।

অক্ষয়ের কথায়, “আমরা অনেক সময় লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে ফুটপাথের দোকান থেকেও কেনাকাটা করি। আরবকে বহুবার দেখেছি সেকেন্ড হ্যান্ড জামা কিনে পরতে। ওর এসব নিয়ে কোনও লজ্জা বা দ্বিধা নেই।”

আরবের জীবনে বলিউডের প্রতি কোনও আগ্রহ নেই। গ্ল্যামার জগতের বাহুল্য, হাই-ফাই পার্টি বা রেড কার্পেটের ঝলকানি—সবই তাঁর কাছে অপ্রয়োজনীয়। বরং, তিনি নিজের মতো সাধারণভাবে, স্বাধীনভাবে জীবন কাটাতে চান।

ছোট থেকেই মার্শাল আর্ট এবং জুডোর প্রতি আগ্রহ ছিল তাঁর। জুডোতে তিনি সোনার পদকও পেয়েছেন। তবে তাও বলিউডে ক্যারিয়ার গড়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। আরবের সোশ্যাল মিডিয়া উপস্থিতিও খুবই সীমিত। তিনি লাইমলাইটের বাইরে থেকে, নিজের মতো সৃজনশীল কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

একটি সুপারস্টার পরিবারের সন্তান হয়েও, এমন সাধারণ ও সচেতন জীবনযাপন নিঃসন্দেহে আজকের তরুণ প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত।

 

মারিয়া

×