ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাড়ি বানানোর জন্য ৫০ লাখ টাকা করে নিজের ড্রাইভার ও গৃহসহায়িকাকে উপহার দিলেন আলিয়া ভাট!

প্রকাশিত: ১৫:৫২, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫৩, ২০ জুলাই ২০২৫

বাড়ি বানানোর জন্য ৫০ লাখ টাকা করে নিজের ড্রাইভার ও গৃহসহায়িকাকে উপহার দিলেন আলিয়া ভাট!

ছবি:সংগৃহীত

বলিউডের গ্ল্যামার, লাইটস-ক্যামেরা আর লাইমলাইটের পেছনে কখনো কখনো এমন কিছু ছোট ছোট গল্প থাকে, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এমনই এক গল্প হল আলিয়া ভাটের জীবনের।

২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়ে বলিউডে পা রাখার পর থেকেই আলিয়া ভাট ছুটে চলেছেন সাফল্যের পথে। তবে এই যাত্রায় তিনি ভুলে যাননি তাঁদের, যারা শুরু থেকে তাঁর পাশে ছিলেন—যেমন তাঁর ড্রাইভার সুনীল এবং গৃহসহায়িকা আমল।

২০১৯ সালে নিজের জন্মদিনে, আলিয়া এই দুইজন ঘনিষ্ঠ সহচরকে একটি চমকে দেওয়ার মতো উপহার দেন—৫০ লাখ টাকা করে। উদ্দেশ্য একটাই, যেন তাঁরা নিজেদের একটা ছোট্ট, নিরাপদ ঘর কিনে নিতে পারেন মুম্বাই শহরে। খবর অনুযায়ী, এই অর্থ দিয়ে সুনীল ও আমল মুম্বাইয়ের জুহু ও খারে ১ বিএইচকে ফ্ল্যাট কিনে ফেলেন।

এই ঘটনা শুধু একটা ‘সেলেব্রিটি নিউজ’ নয়, বরং এক নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন—যেখানে একজন মানুষ তাঁর সহকর্মীদের পরিবারের সদস্যের মতো দেখে। আলিয়া কখনোই বড় মনের মানুষ হিসেবে নিজেকে জাহির করেননি, কিন্তু কাজের মাধ্যমে সেটার প্রমাণ দিয়েছেন।

তবে জীবনের প্রতিটি অধ্যায়ে শুধুই আলো থাকে না। সম্প্রতি আলিয়ার নিজের প্রোডাকশন হাউস ‘ইটার্নাল সানশাইন প্রোডাকশনস’-এর প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা শেট্টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে—তিনি সংস্থার ও আলিয়ার অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এই অভিযোগে আলিয়ার মা সোনি রাজদান থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং বর্তমানে তদন্ত চলছে।

এই ঘটনাগুলোর মাঝেও আলিয়া থেমে থাকেননি। তিনি এখন ব্যস্ত ‘স্পাই ইউনিভার্স’-এর সিনেমা ‘আলফা’-র শুটিং নিয়ে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন শর্বরী ওয়াঘ। বড়দিনে, ২৫ ডিসেম্বর ২০২৫-এ ছবিটি মুক্তি পাবে।

এছাড়া সঞ্জয় লীলা ভানসালীর আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়াকে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে। অপেক্ষা আছে আরও একটি বহুপ্রতীক্ষিত ছবির—‘জী লে জারা’, যেখানে আলিয়ার সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া।

এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, তারকারা কেবল বড় পর্দায় নন—বাস্তব জীবনেও বড় হতে পারেন। আলিয়া ভাটের এই নিঃশব্দ ভালোবাসা আর কৃতজ্ঞতার প্রকাশই তাঁকে সত্যিকারের ‘স্টার’ করে তোলে।

 
 

মারিয়া

×