ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সোশ্যাল মিডিয়ার "পারফেক্ট কাপল" নীল-ঐশ্বরিয়ার বাস্তব জীবনে বিচ্ছেদ

প্রকাশিত: ২১:৪৬, ১৯ জুলাই ২০২৫

সোশ্যাল মিডিয়ার

সংগৃহীত

টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মা তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। একসময় ‘বিগ বস’-এর মঞ্চে যাদের প্রেমের রসায়ন দর্শকদের মনে গেঁথে গিয়েছিল, আজ তারাই আলাদা পথে হাঁটছেন।

বিচ্ছেদের খবরটি নিশ্চিত করে ঐশ্বরিয়া ইনস্টাগ্রামে লেখেন,
“It is with a great deal of care and consideration that we have made the difficult decision to divorce… We truly appreciate everyone’s respect for our family’s privacy.”

দর্শকদের অনেকেই মর্মাহত। এক ভক্ত লিখেছেন, “তাদের দেখে মনে হতো স্বপ্নের মতো ভালোবাসা—কীভাবে এমন হলো!”তবে দম্পতি দুজনেই জানান, তারা সন্তানের ও পরিবারের কল্যাণে সম্মানজনকভাবে এই নতুন অধ্যায়ে পা দিচ্ছেন।

এক সময় বিগ বসের পর্দায় নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে সবাই বলত “ড্রিম কাপল”। নীল চোখ বেঁধে নিখুঁতভাবে বলেছিলেন স্ত্রীর সাজ-পোশাক থেকে শুরু করে টিপের রং পর্যন্ত। ভক্তরা মুগ্ধ হয়ে বলেছিল—“এটাই আদর্শ স্বামী”।

কিন্তু বাস্তব জীবনে সেই রূপকথার গল্পের ইতি ঘটল বিবাহবিচ্ছেদের মাধ্যমে।

এই ঘটনার শিক্ষা 

  • সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, সব সময় তা সত্যিকারের সুখ নয়।
  • পারফেক্ট কাপল বলে কিছু নেই—সুখী সম্পর্ক মানে দুজনের বোঝাপড়া, ধৈর্য আর পরস্পরের পাশে থাকা।
  • অন্যের সম্পর্ক দেখে নিজের জীবনের তুলনা করা কখনোই উচিত নয়। এতে ভুল বোঝাবুঝি, চাপ ও হতাশা বাড়ে।

বিয়ে কোনো ফিল্টারযুক্ত ছবি নয়।এটা মান-অভিমান, ভুল বোঝা, আবার মিলে যাওয়ার এক আজীবনের যাত্রা।ভালোবাসা মানে নিখুঁত হওয়া নয়, বরং একে অপরকে বোঝা ও গ্রহণ করা।

হ্যাপী

×