ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

শাহরুখ খান ‘কিং’-এর সেটে চোট, দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে

প্রকাশিত: ২০:২৮, ১৯ জুলাই ২০২৫

শাহরুখ খান ‘কিং’-এর সেটে চোট, দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে

বলিউডের কিং শাহরুখ খান আবারও সবার নজর কাড়ছেন। ৬০ বছর বয়সেও তাঁর অভিনয় ও স্টাইলের মাধ্যমে প্রমাণিত হয়েছে, তিনি এখনও পর্দার ‘কিং’। অ্যাকশন বা রোম্যান্স, কোথাও না কোথাও শাহরুখ আছেন এবং দর্শকদের মন জয় করছেন। বক্স অফিসে তাঁর দাপট এককথায় অবিশ্বাস্য। গত কয়েক বছরে তিনি একের পর এক হিট ছবির মাধ্যমে সিনেমা প্রেমীদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। এবার শাহরুখের নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ের সময় একটি দুর্ঘটনা ঘটে।

‘কিং’-এর অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে চোট পান শাহরুখ খান। যদিও আঘাতটি গুরুতর নয়, তবে চিকিৎসকেরা বলছেন, তাঁকে এখনই বিশ্রামে থাকতে হবে। চিকিৎসা শুরু করতে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং সেখানে ছোটখাটো অস্ত্রোপচারও হতে পারে বলে জানা গেছে। সূত্রে খবর, শাহরুখ খানকে অন্তত এক মাসের বিশ্রাম নিতে হবে এবং তাঁর শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে।

ফলে, ‘কিং’-এর শুটিং, যা জুলাই এবং আগস্টে মুম্বাইয়ের ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো ও YRF স্টুডিওতে হওয়ার কথা ছিল, তা এখন থেকে আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে, ছবির শুটিং আবার সেপ্টেম্বরে বা অক্টোবরের শেষে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘কিং’ ছবিটি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত একটি অ্যাকশন-থ্রিলার, যা শাহরুখ খান এবং তাঁর কন্যা সুহানা খানের একত্রে অভিনয়ের জন্য বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। ২০২৬ সালে এটি একটি ‘প্যান ইন্ডিয়া’ প্রজেক্ট হিসেবে মুক্তি পাবে। তবে, শুটিংয়ের এই ধাক্কার ফলে ছবির মুক্তির ওপর কি কোনও প্রভাব পড়বে, তা সময়ই বলবে।

শাহরুখের ভক্তদের জন্য এটি একটি শোকের খবর, তবে তাঁর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় সবাই অপেক্ষা করছে।

 

রাজু

×