ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ঋণের বোঝায় নুয়ে পড়া জাস্টিন বিবার, মুক্তির আশায় স্ত্রীর আয়ে ভরসা

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ জুলাই ২০২৫

ঋণের বোঝায় নুয়ে পড়া জাস্টিন বিবার, মুক্তির আশায় স্ত্রীর আয়ে ভরসা

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার, যিনি সঙ্গীত দিয়ে জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়, আজ দাঁড়িয়ে আছেন এক গভীর আর্থিক সংকটের মুখে। কনসার্ট ও ট্যুর বাতিল, চিকিৎসা ব্যয় এবং ম্যানেজমেন্ট জটিলতার কারণে এখন তিনি প্রায় ৩১.৫ মিলিয়ন ডলারের (প্রায় ৩৪৭ কোটি টাকার) ঋণে জর্জরিত। মুক্তির আশায় তাকিয়ে আছেন স্ত্রী হেইলি বিবারের অর্জিত আয় ও সমর্থনের দিকে।

জাস্টিন বিবারের আর্থিক চাপ শুরু হয় ২০২২ সালে, যখন তাঁর বিরল স্নায়ুবিক রোগ ধরা পড়ে। শারীরিক জটিলতার কারণে বাতিল করতে হয় বহু কনসার্ট। থেমে যায় বহু প্রতীক্ষিত ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’। এতে শুধু ওই বছরেই তাঁর প্রায় ২৬ মিলিয়ন ডলার ক্ষতি হয়।

এই আর্থিক ধাক্কা সামাল দিতে এগিয়ে আসেন তাঁর সাবেক ম্যানেজার স্কুটার ব্রন। স্কুটারের কোম্পানি বিবারকে দেন ২৬ মিলিয়ন ডলার। তবে এর বিপরীতে কমিশন বাবদ বিবারের কাছে স্কুটার পাওনা ছিলেন ১১ মিলিয়ন ডলার। এর বাইরে অতিরিক্ত ৮ মিলিয়ন ডলারের কমিশনও পাওয়ার কথা থাকলেও, সেটি শেষ পর্যন্ত মাফ করে দেন স্কুটার ব্রন।

দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয় ৩১.৫ মিলিয়ন ডলার পরিশোধে। কিন্তু এত বড় অঙ্কের নগদ অর্থ বর্তমানে বিবারের হাতে নেই।

এই অবস্থায় সমাধান হয়ে ওঠেন বিবারের স্ত্রী হেইলি বিবার। সম্প্রতি হেইলি তাঁর জনপ্রিয় কসমেটিকস ব্র্যান্ড ‘Rhode’ বিক্রি করেছেন বিখ্যাত বিউটি কোম্পানি e.l.f.-এর কাছে। চুক্তির মূল্য ছিল এক বিলিয়ন ডলার। সূত্র বলছে, এই বিক্রির ফলে বিবার দম্পতির ভাগে এসেছে প্রায় ৫০ মিলিয়ন ডলার, যা দিয়ে স্কুটার ব্রনের বকেয়া শোধ করা সম্ভব।

যদিও হেইলির প্রতিনিধিরা দাবি করেছেন, ‘Rhode’ বিক্রির সঙ্গে বিবারের আর্থিক সমস্যার কোনো সম্পর্ক নেই, বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রশ্ন উঠছে, তবে কি এখন পুরো পরিবার হেইলির আয়ের উপরই নির্ভরশীল?

 

সূত্র: https://www.youtube.com/watch?v=1i3jqaHTrHc

রাকিব

×