
ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান শুধু একজন জনপ্রিয় নায়ক নন—তিনি এক জীবন্ত অধ্যায়। দুই দশকেরও বেশি সময় ধরে পরিশ্রম, পেশাদারিত্ব ও তারকাখ্যাতির যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় হয়ে আছে।স্বভাবতই, তার সঙ্গে যেকোনো শিল্পীর ছবি বা কাজ গণমাধ্যম ও ভক্তদের দৃষ্টি কাড়ে।
কিন্তু সম্প্রতি আলোচনার কেন্দ্রে আছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত, যিনি শাকিব খানের সঙ্গে বেশ কয়েকবার ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সর্বশেষ কিছু নতুন ছবির সূত্র ধরে আবারও শুরু হয়েছে গুঞ্জন—এত ঘন ঘন শাকিবের সঙ্গে ছবি প্রকাশের পেছনে আসল রহস্য কী?
একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাবে মিষ্টি স্পষ্ট ভাষায় বলেন, এসব প্রশ্ন তাকে করে লাভ নেই, বরং শাকিবকেই করা উচিত।
তিনি আরও বলেন— আমি সবাইকে পরিষ্কার করতে চাই- শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন, সে তো প্রেস মিটে যায়। কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারেন না? তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন?
মিষ্টি জানান, বিষয়টি নিয়ে বেশি কথা বললে নানা রকমের “অ্যাঙ্গেল” থেকে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি হয়, যা তাকে বিব্রত করে। তিনি বলেন, আমি আসলে বেশি কথা বলতে চাই না। কারণ একটা কথা বলি, আর এক একটা অ্যাঙ্গেলে এ নিউজ করে, এগুলো খুবই বিব্রতকর। ব্যাপারটি হচ্ছে যে, সবই ঠিক আছে। কিন্তু এমন এমন ক্যাপশন দেয়! আমি অতকিছু বলতে চাই না। শুধু কম বলতে চাই, ক্যাপশন কম হোক।
শাকিব-মিষ্টির ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনা ও গুঞ্জন এখন নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে।
সানজানা