ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আরিফিন শুভর সঙ্গে বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মন্দিরা চক্রবর্তী

প্রকাশিত: ০৭:৪৫, ১৬ জুন ২০২৫

আরিফিন শুভর সঙ্গে বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মন্দিরা চক্রবর্তী

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী তার পছন্দের অভিনেতা আরিফিন শুভর সঙ্গে বিয়ে নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাস্তবে এমন কিছু সম্ভব নয়।

'কাজলরেখা' সিনেমা দিয়ে বড়পর্দায় পা রাখা মন্দিরার সঙ্গে আরিফিন শুভর জুটি বেঁধে প্রথমবার কাজ করার সুযোগ হয় 'নীলচক্র' সিনেমায়। ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে। সিনেমার প্রচারেও নায়ক-নায়িকার খুনসুটি চোখে পড়ে, যা তাদের জুটির প্রতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

আরিফিন শুভর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় বর্তমানে তিনি একাকী জীবনযাপন করছেন। এ কারণে 'নীলচক্র' দেখার পর বহু ভক্ত-অনুরাগী পর্দার এই মিষ্টি জুটিকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিতে শুরু করেন। এমনকি মন্দিরার কান পর্যন্তও ভক্তদের এই ইচ্ছের কথা পৌঁছেছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন মন্দিরা। তিনি বলেন, "আমার জীবনের দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি—সব জায়গাতে কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!"

অভিনেত্রী আরও বলেন, "প্রতিটা পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!"

তবে ভক্তদের এই ইচ্ছা বাস্তবে পূরণ হচ্ছে না জানিয়ে মন্দিরা স্পষ্ট বলেন, "শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম— ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।"

সাব্বির

×