ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

সরকারের কোন পদক্ষেপ আমাকে স্যাটিসফাই করেনি: বাঁধন

প্রকাশিত: ১২:০৫, ১০ জুন ২০২৫; আপডেট: ১২:১২, ১০ জুন ২০২৫

সরকারের কোন পদক্ষেপ আমাকে স্যাটিসফাই করেনি: বাঁধন

নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন বলেন, আমার এক্সপেক্টেশনও অনেক হাই ছিল এই সরকারের কাছ থেকে। কিন্তু সিস্টেম তো আগেরটাই রয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি কোন কিছু পরিবর্তন দেখছি না। বরং আরো এটার সাথে মব কালচার অ্যাড হয়েছে। সাথেই মেয়েদের উপরে আক্রমণ যুক্ত হয়েছে। কিছু কিছু এক্সট্রিমিস্ট পার্টি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এবং তাদের মাথাচাড়া দিয়ে উঠার ক্ষেত্রে সরকার পক্ষের যে ভূমিকা সেটাও আমাকে আসলে ভাবাচ্ছে। আমি সরকারের কোন পদক্ষেপ আমি দেখি নাই যেটা আমাকে স্যাটিসফাই করেছে।

শিল্পীদের প্রতিও বিদ্বেষ, হেনস্তা ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে বলে মনে করেন তিনি। বাঁধন বলেন, “আমার একজন কো-আর্টিস্টকে গ্রেফতার করা হয়েছে। একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে। আমার সাথেও হয়েছে, আমার আশেপাশের মানুষের সাথেও হয়েছে।  এটা আমাদের কাছে তখন নরমালাইজড হয়ে গেছিল যে, এটা, এটা হতেই পারে। কিন্তু এই সময়ে এসে আমি যে নতুন বাংলাদেশে আসলে এসেছি, সেই বাংলাদেশে তো আমি এটা এক্সপেক্ট করি না।"

 

সানজানা

×