ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

দর্শকদের উচ্ছ্বাস

তাণ্ডব দেখে হলিউডের ভাইব পেয়েছি

প্রকাশিত: ২০:৪১, ৯ জুন ২০২৫; আপডেট: ২০:৪৫, ৯ জুন ২০২৫

তাণ্ডব দেখে হলিউডের ভাইব পেয়েছি

ছবিঃ সংগৃহীত

ঈদুল আজহার প্রথম দিনেই মুক্তি পেয়েছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’, আর দর্শক প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে—এই সিনেমাই হতে পারে বাংলা চলচ্চিত্রের নতুন মাইলফলক। শাকিব খানকে ঘিরে উপচে পড়া ভিড়, হলিউড ঘরানার থ্রিলার আর রায়হান রাফির দুর্দান্ত নির্মাণ—সব মিলিয়ে ঈদে যেন সত্যিকার ‘তাণ্ডব’ বইয়ে দিয়েছে এই ছবি।

হলিউডের ভাইব, দেশি আবেগ

সিনেমাটি দেখে অনেক দর্শকই বলছেন, “এই প্রথম বাংলা সিনেমা দেখে হলিউডের ভাইব পেয়েছি। ১০-এ ১০ শাকিব ভাই আবেগ।” সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বইছে—“তাণ্ডব তাণ্ডব ভাইয়া ব্লকবাস্টার ছিল, মাইন্ড গ্লোইং”, “এটা শুধু সিনেমা নয়, এক শক্তিশালী বার্তা”।

পরিচালক রায়হান রাফি বরাবরের মতো এবারও নিজের স্টাইল ও গল্প বলার ক্ষমতা দিয়ে প্রমাণ করেছেন—তিনি মানেই হিট ও ভাবনার খোরাক জাগানো সিনেমা।

রাজনৈতিক থ্রিলারে বাস্তবতার ঝলক

‘তাণ্ডব’ মূলত একটি রাজনৈতিক থ্রিলার। গল্পে এসেছে রাষ্ট্রক্ষমতার অপব্যবহার, গুমের কালো অধ্যায় এবং টাকার রাজনীতির ভয়াবহ বাস্তবতা। গল্পের প্রথমার্ধ কিছুটা ধীর গতির হলেও দ্বিতীয়ার্ধে একের পর এক টুইস্ট ও টার্নে দর্শক চমকে যায়। শেষ ১০ মিনিট তো একেবারে চেপে ধরে রাখে দর্শকদের আবেগ, ক্ষোভ আর ন্যায়ের বিস্ফোরণ দিয়ে।

শক্তিশালী কাস্টিং, চোখে লাগা ক্যামিও

সিনেমাটির মূল চরিত্রে আছেন শাকিব খান, যার অভিনয় নতুনভাবে আবারও মনে করিয়ে দিয়েছে কেন তিনি সুপারস্টার। সঙ্গে আছেন জয়া আহসানসাবিলা নূর, যারা নিজেদের চরিত্রে বাস্তবতা ও আবেগ মিশিয়ে অভিনয় করেছেন। এছাড়াও অভিনয়ে চমক এনেছেন শহীদুজ্জামান সেলিম, ড. এজাজ, সুমন আনোয়ারআফজাল হোসেন

তবে দর্শকদের বাড়তি চমক ছিল আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও চরিত্র, যা হলে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

গান, অ্যাকশন, রোমান্স—সবই আছে

‘তাণ্ডব’ শুধুই একটি রাজনৈতিক গল্প নয়। এখানে আছে অ্যাকশন, রোমান্স, এবং গল্পের আবহে মানানসই গান। প্রতিটি গান শুধু আবহ তৈরি করেনি, বরং গল্পের গতির সাথে তাল মিলিয়ে এগিয়ে গেছে।

পরিচালক বললেন—“এটা শুধু সিনেমা নয়, বার্তা”

পরিচালক রায়হান রাফি বলেন, “বাংলা সিনেমায় এ রকম রিচ প্রোডাকশন ও বাস্তব থ্রিলার খুবই বিরল। আমি বিশ্বাস করি, সিনেমা দেখার পর আপনারা নিজেরাই বলবেন—ভাই, এটা দেশীয় সিনেমা? এটা শুধু একটি সিনেমা নয়, এটি একটি শক্তিশালী বার্তা।”

সূত্রঃ https://www.facebook.com/dailykhaborerkagoj/videos/1610771686280342/

ইমরান

×