
দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার নয়নতারা দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তামিল, তেলুগু, মালায়ালম, কন্নড় থেকে শুরু করে বলিউড—সব ভাষার ছবিতেই তাঁর উপস্থিতি নজর কেড়েছে। শাহরুখ খানের সঙ্গে তাঁর সাম্প্রতিক সিনেমা জওয়ান বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে, যা আয় করেছে ১,০০০ কোটি টাকারও বেশি।
বর্তমানে তিনি ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। একটি ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১০ থেকে ১২ কোটি টাকা। তবে সম্প্রতি তিনি এমন এক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যা শুনলে অনেকেই অবাক হবেন—কারণ তিনি এক সিনেমার জন্য ১০০ কোটি রুপির প্রস্তাব পেয়েও না করে দিয়েছেন!
এই প্রস্তাবটি এসেছিল সারাভানা স্টোর্স-এর মালিক ও ব্যবসায়ী সারাভানানের কাছ থেকে। ২০২২ সালে তিনি The Legend নামের একটি সিনেমায় নিজেই নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ছিলেন নায়িকা। যদিও সিনেমাটি বিশাল বাজেট ও ঝাঁ-চকচকে চিত্রায়ণ নিয়ে মুক্তি পায়, শেষ পর্যন্ত তা বক্স অফিসে মারাত্মকভাবে ব্যর্থ হয়।
এবার সারাভানান আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন এবং এতে নয়নতারাকে নায়িকা হিসেবে নিতে চেয়েছিলেন। এমনকি তিনি তাঁকে যেকোনো অঙ্কের টাকা দিতে রাজি ছিলেন—প্রয়োজনে ১০০ কোটি রুপি পর্যন্ত। কিন্তু নয়নতারা স্পষ্ট জানিয়ে দেন, এত বড় অঙ্কের পারিশ্রমিক পেলেও তিনি এই ছবিতে কাজ করবেন না।
নয়নতারার ক্যারিয়ারজুড়ে তিনি সব সময় মানসম্মত গল্প ও দক্ষ পরিচালকের ছবি বেছে নিয়েছেন। তাঁর কাছে সিনেমার কনটেন্টই সবচেয়ে বড়। শুধুমাত্র অর্থের লোভে তিনি এমন কোনও প্রজেক্টে কাজ করতে রাজি নন যেখানে গল্প বা পরিচালনার মান নিয়ে তিনি নিশ্চিত নন।
বর্তমানে নয়নতারার হাতে একাধিক বড় বাজেটের প্রজেক্ট রয়েছে। তিনি মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে Mega 157 ছবিতে এবং KGF তারকা ইয়াশের সঙ্গে Toxic ছবিতে অভিনয় করছেন। পাশাপাশি, তাঁর হাতে আরও বেশ কিছু তামিল, তেলুগু ও মালায়ালম সিনেমার কাজ রয়েছে।
সূত্র - https://www.siasat.com/nayanthara-says-no-to-actor-even-for-rs-100-crore-reports-3228244/
সানজানা