ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ভূত হয়ে আবার আসছেন বিগ বি- অমিতাভ

প্রকাশিত: ১৫:৫৯, ৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:০১, ৯ নভেম্বর ২০২৪

ভূত হয়ে আবার আসছেন বিগ বি- অমিতাভ

অমিতাভ বচ্চন

ভূতনাথ ছবির সেই নোংরা, লম্বা ভূতকে নিশ্চয় মনে আছে। যার মেজাজ খিটখিটে হলেও তাঁর মনটা ভালো। ছবিতে এ রকম চরিত্রে ভূতনাথ এর ভূমিকায় অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল। ভূতনাথ থ্রি সিনেমায় আবার ভূত হয়ে সবাইকে হাসাতে আসছেন বিগ বি অমিতাভ বচ্চন।   

 

২০০৮ কমিক কেপার ভূতনাথ একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র ছিল। ছবিতে ভূতনাথ এর ভূমিকায় অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল। ভূতনাথ থ্রি সিনেমায় আবার ভূত হয়ে সবাইকে হাসাতে আসছেন বিগ বি- অমিতাভ বচ্চন।   

ভূতনাথ চলচ্চিত্রে অমিতাভ বচ্চন নোংরা, লম্বা, খিটখিটে মেজাজের হলেও বন্ধুত্বপূর্ণ ভূতের প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। শাহরুখ খান একটি বিশেষ উপস্থিতি করেছিলেন এবং জুহি চাওলাও একটি দুর্দান্ত, সমর্থনকারীর অংশে ছিলেন। ছবিটি তার কমেডি, প্লট এবং আবেগপূর্ণ অংশের জন্য সবার পছন্দ হয়েছিল। এটির মাঝারি সাফল্য হওয়ার সত্ত্বেও, নির্মাতারা ২০১৪ সালে ভূতনাথ রিটার্নস তৈরি করেছিলেন। এই ছবিতে শাহরুখের সঙ্গে রণবীর কাপুরকেও অতিথি চরিত্রে দেখা গিয়েছিল। এই চলচ্চিত্রটির আরও আকর্ষণীয় ধারণা ছিল। এটা ছিল এক অদৃশ্য ভূতের গল্প। এই ছবিটি পরিচালনা করেছিলেন নীতেশ তিওয়ারি, যিনি পরবর্তীতে ২০১৬ সালের ব্লকবাস্টার দঙ্গল তৈরি করেছিলেন।

 দ্বিতীয় চলচ্চিত্র ভূতনাথ রিটার্নস দর্শকের মন জিতে নিয়েছিল। বক্স অফিসে প্রথম দুটি ভাগের সাফল্যের পর এবার তৃতীয় পর্ব নিয়ে চিন্তাভাবনা করছে ভূতনাথ ফ্রাঞ্চাইজি। 

শোনা যাচ্ছে, বি আর ফিল্মস ও টি-সিরিজ এর যৌথ উদ্যোগে তৈরি হবে ভূতনাথ থ্রি। প্রকাশ্যে এসেছে যে অভয় এবং ভাই কপিল চোপড়া ভূতনাথ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ নিয়ে এগিয়ে চলেছেন।

 

কপিল চোপড়া নিশ্চিত করেছেন যে তারা ভূতনাথ থ্রি এর গল্প নিয়ে কাজ করছেন। কপিল এটাও স্পষ্ট করেছেন যে অমিতাভ বচ্চন আবার বন্ধুত্বপূর্ণ ভূতের ভূমিকায় অভিনয় করবেন। তিনি আরও বলেন যে অমিতাভ বচ্চন ছাড়া ভূতনাথ হতে পারে না। 
 

তাজিন

×