ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

মেহেদী ও আয়েশার কনসার্ট

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ৭ নভেম্বর ২০২৪

মেহেদী ও আয়েশার কনসার্ট

সোহেল মেহেদী ও আয়েশা মৌসুমী

সংগীতশিল্পী সোহেল মেহেদীর নতুন মৌলিক গান ‘কোথায় আছো ময়না’ সম্প্রতি প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেলে এবং বেশ সাড়াও মিলছে এ গানটিতে। শিল্পী জানালেন যে প্রায় দুই দশক পর তিনি তার প্রিয় একটি জায়গা টাঙ্গাইলের মধুপুরে আজ সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। মধুপুরের জটাবাড়ির (ফাজিলপুর) আজাদ স্পোর্টিং ক্লাব খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করবেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আয়েশা মৌসুমী।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পীদের সমন্বয়ক হিসেবে কাজ করা মধুপুরেরই সন্তান দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম সুমন। সোহেল মেহেদী বলেন, দীর্ঘদিন পর মধুপুরে গান গাইবার জন্য যাচ্ছি, বেশ ভালো লাগছে। আশা করছি মধুপুরবাসীর সঙ্গে দেখা হবে, গানে গল্পে আড্ডা হবে। আয়েশা মৌসুমী বলেন, এবারই প্রথম মধুপুরে কোনো শোতে গান গাইতে যাচ্ছি। অনেক ভালো লাগা কাজ করছে। সঙ্গে সোহেল মেহেদী ভাইও আছেন। আশা করছি শ্রোতা-দর্শকের মনের মতো একটি শো হতে যাচ্ছে।

এদিকে সোহেল মেহেদী বৃহস্পতিবারও রাজধানীতে একটি শোতে পারফর্ম করেন। আয়েশা মৌসুমী আগামী ১৪ নভেম্বর বনানী ক্লাবে ও এটিএন বাংলায়, ২০ নভেম্বর বাংলাভিশনে এবং ২৪ নভেম্বর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন। এ ছাড়াও শীঘ্রই তার নতুন দুটি মৌলিক গানও প্রকাশ পেতে যাচ্ছে।

×