ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

চলছে ইউএপি-ইউপিএল বই ও সাহিত্য উৎসব

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ৫ নভেম্বর ২০২৪

চলছে ইউএপি-ইউপিএল বই ও সাহিত্য উৎসব

.

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে চলছে ‘ইউএপি-ইউপিএল বই ও সাহিত্য উৎসব।’ উৎসবের আয়োজন করেছে যৌথভাবে ইউএপি লিটারির ক্লাব ও ইউপিএল। এ বই উৎসবে রয়েছে ইউপিএল প্রকাশিত গবেষণামূলক, বিজ্ঞান, ইতিহাস, মুক্তিযুদ্ধ, অর্থনীতি, রাজনীতি, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়নসহ নানা ধরনের পাঠকপ্রিয় বই।

এখানে পাঠক পাচ্ছে ইউপিএলের নির্বাচিত বইয়ে ৭০ শতাংশ পর্যন্ত এবং নতুন বইয়ে ৩০ শতাংশ মূল্যছাড়। এ ছাড়াও রয়েছে আরও কিছু প্রকাশনা সংস্থার বাছাইকৃত বই। আয়োজক প্রতিষ্ঠান জানায় বিশেষত শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এই উৎসব। এই উৎসব শেষ হবে আগামীকাল বুধবার।

×