ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

‘চোখটা আমাকে দাও’ শ্রেষ্ঠত্বর স্বীকৃতি দিল বৃষ্টিকে

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ৪ নভেম্বর ২০২৪

‘চোখটা আমাকে দাও’ শ্রেষ্ঠত্বর স্বীকৃতি দিল বৃষ্টিকে

অভিনেত্রী তানিয়া বৃষ্টি

চলতি বছর ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশিত হয় এই সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনীত সাগর জাহান রচিত ও পরিচালিত নাটক ‘চোখটা আমাকে দাও’। এ বছরে প্রচারিত তার অভিনীত নাটকের মধ্যে আলোচিত নাটক ছিল ‘চোখটা আমাকে দাও’।

এতে তানিয়া বৃষ্টি আলিয়া নামক একজন পতিতার চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে বিশেষত জোভানের সঙ্গে বৃষ্টির অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয় দর্শক। দিন যতই যায় এই নাটকের প্রচার ও প্রসারও ততই বেড়ে যায়। তানিয়া বৃষ্টিকেও কেউ কেউ যখন জিজ্ঞেস করেছেন, সাম্প্রতিক কয়েকটা ভালো নাটকের কথা। তখন তিনি সবার আগে ‘চোখটা আমাকে দাও’ নাটকের কথাই বলেছেন। দর্শক তো পছন্দ করেছেনই। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমেও এই নাটকে বৃষ্টির দুর্দান্ত অভিনয় নিয়েও বেশ লেখালেখি হয়েছে। 


যে কারণে এবার সেই আলোচিত নাটকে অভিনয়ের জন্যই এবার তার হাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি উঠে এলো। এরই মধ্যে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪-এ সাগর জাহান পরিচালিত ‘চোখটা আমাকে দাও’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভ‚ষিত হয়েছেন।

এই নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারপ্রাপ্তিতে ভীষণ উচ্ছ¡সিত তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি তার অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘চোখটা আমাকে দাও’ নাটকটির রচয়িতাও সাগর ভাই। তিনি আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। এর আগেও তার নির্দেশনায় অভিনয় করেছি।

সাগর ভাই যখন ‘চোখটা আমাকে দাও’ নাটকটির স্ক্রিপ্ট লিখছিলেন, তখন তিনি আলিয়া চরিত্রটি আমাকে ভেবেই লিখছিলেন। এটা যে আমার কতটা সম্মানের তা আসলে আমি বোঝাতে পারব না। এই কাজের জন্যই সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলাম, সত্যিই কী যে খুশি হয়েছি মনে মনে তা ভাষায় প্রকাশের নয়। শুধু এতটুকু বলব যে, আমি সাগর ভাইয়ার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ‘চোখটা আমাকে দাও’ নাটকটির জন্য যে স্বীকৃতি পেলাম তা আমার কাছে অনন্য উচ্চতায় থাকবে পরম ভালোবাসায়।

এদিকে বৃষ্টি গত ৩ নভেম্বর থেকে বাগেরহাটে একটি নাটকের শূটিং করছেন। সেখান থেকে ফিরে এসে তিনি ৬ নভেম্বর থেকে রাজধানীর উত্তরায় আরেকটি নাটকের কাজ শুরু করবেন।

গৌতম/শহিদ

×