ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

আঁখির গানের মডেল অলঙ্কার

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৫৬, ৪ নভেম্বর ২০২৪

আঁখির গানের মডেল অলঙ্কার

আঁখির গানের মডেল অলঙ্কার

বাংলাদেশের সংগীতাঙ্গনের এক আলোচিত নাম আঁখি আলমগীর। স্টেজ শোতে এখনো অপ্রতিদ্ব›দ্বী তিনি। নতুন একটি মৌলিক গান আসছে তার কণ্ঠে। ‘জানের জান শিরোনামের গানটি লিখেছেন জামাল হোসেন।

সুর সংগীত করেছেন পুনম মিত্র। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির মিউজিক ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বেলাল ও হিরা। গানটিতে মডেল হয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলঙ্কার চৌধুরী। এবারই প্রথম আঁখি আলমগীরের গানে তিনি মডেল হলেন। 

আঁখি আলমগীর বলেন, রোমান্টিক রিদমিক একটি গান। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। আর মডেল হিসেবে অলঙ্কার ও শিশির সরদার খুবই ভালো করেছে। মনে হচ্ছে এই গানটিতে আমাকে নতুনভাবে পাবে শ্রোতা-দর্শক। গানটা যখন জামাল ভাই ও পুনম দুজনেই অনেক চিন্তা করেই আমার জন্য করেছেন।

এটাই আমার জন্য অনেক সম্মানের। আর গানটি সবাই নিজেদের মধ্যে অনুভব করতে পারবে, কারণ মানুষ তো তার ভালোবাসার মানুষকে জানই বলে। তাই এই গানে গানে বলতে গিয়েও স্বাচ্ছন্দ্যবোধ করবে। এই গানের পুরো টিমের জন্য ভালোবাসা রইল। 

অলঙ্কার চৌধুরী বলেন, ছোট্ট বেলায় স্কুলে আমি শ্রদ্ধেয় আঁখি আপার গানে পারফর্ম করেছিলাম। বড় বেলায় এসে যে তারই গানের মডেল হবÑ এটা কখনো কল্পনাও করিনি। সেদিক বিবেচনায় আঁখি আপার মতো গুণী, সুন্দরী, বিনয়ী আর সদা হাস্যোজ্জ্বল একজন শিল্পীর গানে মডেল হওয়ার বিষয়টি আমার পরম সৌভাগ্য হিসেবেই আমি বিবেচনা করছি। ধন্যবাদ সবাইকে। গানটি শীঘ্রই রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

গৌতম/শহিদ

×