.
‘আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে বক্তব্য দিইনি। আমি সাধারণ একজন শিল্পী।
পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সম্প্রতি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক’- শুক্রবার ফেসবুকে বিবৃতিটি দিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চলের ভাষায় স্পষ্ট, কিছু দুষ্কৃতকারী পরিকল্পনা করে তার বিরুদ্ধে মিথ্যা মন্তব্য প্রকাশ করে তার ভক্তদের চটিয়ে দিয়েছে। সেটি থেকে কাটিয়ে ওঠার লক্ষ্যে এবং ভক্তদের কাছে তার অবস্থান ও পরিস্থিতি তুলে ধরার জন্য এ বার্তা দিয়েছেন অভিনেতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের রক্ত ঝরেছিল। ছাত্রদের ওপর গুলি চালানোর তীব্র নিন্দা জানিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। গত ১৭ জুলাই ছাত্র হত্যার প্রতিবাদে তিনি লিখেছিলেন, গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? বিষয়টা হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতাবহির্ভূত!
আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিনেতা হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক! চঞ্চল চৌধুরী গত দেড় দশকে দেশের সবচেয়ে সফল ও প্রশংসিত বহুমাত্রিক অভিনেতা। যেন হতাশায় ডুবে গেছেন। একদিকে ঘরে মায়ের অসুস্থতা, অন্যদিকে সোশ্যাল হ্যান্ডেলে তাকে নিয়ে ট্রল, এতটা দুঃসময় বুঝি আসেনি অভিনেতার জীবনে। অভিনেতা এক গণমাধ্যমকে বলেন, এতটা খারাপ সময়ের ভেতর দিয়ে যাব, সেটি কল্পনাও করিনি। আমি তো সারাটা জীবন মানুষের বিনোদনের জন্য কাজ করে গেছি। রাজনৈতিক সভা-সমাবেশ তো করিনি। রাজনৈতিক একটিভিটির জন্য কত ডাক পেয়েছি, কখনো সাড়া দিইনি। অথচ এখন আমি সেই রাজনীতিরই শিকার। আমার ভক্তরাই আমাকে ভুল বুঝছেন। এই কষ্ট বোঝানোর সাধ্য আমার নেই।