মহিদুল মহিম
দর্শক প্রশংসায় ভাসছে নির্মাতা মহিদুল মহিমের নাটক ‘বাস ট্রিপ’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকটি প্রচারে আসার অল্প সময়েই দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে।
এটির গল্প একজন বাস সুপারভাইজারের পরিবারকে কেন্দ্র করে।
নাটকের গল্প, নির্মাণ, অভিনয়, প্রতিটি দৃশ্য দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছে। ইউটিউব ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে তুমুল আলোচনা চলছে।
নাটকটি নিয়ে দর্শককের ইতিবাচক মন্তব্যের যেন শেষ নেই। একজন দর্শক লিখেছেন ‘অসাধারণ একটি নাটক। এত মজার মজার
দৃশ্যের শেষে এক হৃদয়বিদারক দৃশ্য সত্যি নাটকটিতে ভিন্ন মাত্রা দিয়েছে, যা সত্যি সার্থক হয়েছে। নাটকটি দর্শকদের মনে দাগ কেটে যাবে।
ধন্যবাদ এত সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য।’
এরই মধ্যে ইউটিউবে নাটকটি মাত্র ৫ দিনে ৫০ লাখ মানুষ দেখে ফেলেছেন। বাংলাদেশ ইউটিউব ট্রেন্ডিংয়েও নাটকটি এখন পর্যন্ত ২ নম্বরে রয়েছে। সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে এসেছে।