ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১

‘তুফান’ থেকে যে কারণে সরে দাঁড়ালেন তমা মির্জা!

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ১৩ জুলাই ২০২৪

‘তুফান’ থেকে যে কারণে সরে দাঁড়ালেন তমা মির্জা!

তমা মির্জা!

দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে সুনাম অর্জনের পাশাপাশি বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে। ‘সুড়ঙ্গ’ বিজয়ের পর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমাতেও থাকার কথা ছিল তমা মির্জার। কিন্তু থাকেননি, দাঁড়ালেন সরে। এ ছবিতে জুলি চরিত্রে অভিনয় করেছেন নাবিলা। জানা গেছে, এই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন তমা মির্জা। সময় চেয়ে যোগ-বিয়োগ করে ফেরত দিলেন সংশ্লিষ্টদের।  
তমা বলেন, ‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম। আমাকে সময়ও দেওয়া হয়েছিল ভাববার জন্য। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। হতে পারে ‘সুড়ঙ্গ’র ময়নার মতো প্রভাবশালী নারী চরিত্রে সফলতার পর ‘তুফান’-এর পুতুল চরিত্র জুলিরূপে নিজেকে পর্দায় তুলতে চাননি বুদ্ধিমতী তমা।

তবে ছবিটি মুক্তির পর তমা বেশ খুশি জুলি চরিত্রটি নিয়ে। বললেন, সিনেমাটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই বেশি মানিয়েছে। বুঝাতে চাইলেন, তার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক ছিল। জানা গেছে, সামনেই আসছে ‘সুড়ঙ্গ’ টিম রাফী-তমা-নিশোর নতুন সিনেমা ‘অসিয়ত’। সেটির প্রস্তুতির ভেতরেই আছেন নায়িকা। রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। এরপর ওটিটিতে ‘৭ নম্বর ফ্লোর’ ও ‘ফ্রাইডে’ প্রশংসায় ভাসছে। অবশেষে একই নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমায় রাজকীয় অভিষেক হয় আফরান নিশোর, সঙ্গে রানীর মতো ছিলেন তমা মির্জা। 
এদিকে ‘তুফান’ সিনেমার এমন সাফল্য দেখে এর সিক্যুয়েল বানাবেন বলে ঘোষণাও দিয়েছেন নির্মাতা রায়হান রাফী। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখান থেকে তিনি জানান, দেশে ফিরেই ‘তুফান’-এর সিক্যুয়েলের কাজ শুরু করবেন। আরও বড় বাজেট নিয়ে নির্মিত হবে  ‘তুফান-২’।

×