ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

কানাডার তিন শোতে নূসরাত ফারিয়া

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ১২ জুলাই ২০২৪

কানাডার তিন শোতে নূসরাত ফারিয়া

.

ডিয়াতে নূসরাত ফারিয়ার পথচলা শুরু মূলত একজন উপস্থাপিকা হিসেবে। পরবর্তীতে বড় পর্দায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। কানাডার ক্যালগিরিতে একটি শোতে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ ছেড়েছেন এই নায়িকা। সেখানে প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে ১৪ জুলাই স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি।

নূসরাত ফারিয়া জানান এরপর আগামী আগস্ট টরন্টোতে এবং আগস্ট মন্ট্রিয়ালে ভিন্ন দুটি স্টেজ শোতে পারফর্ম করবেন। নূসরাত ফারিয়া বলেন, তিনটি ভিন্ন শোতে আমি পারফর্ম করব। তিনটি ভিন্ন শোই আলাদা আলাদা টিম ডিরেকশন দিয়েছে। প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে আমি এই যাত্রায় কানাডায় এসেছি। প্রতিটি পারফর্ম্যান্সে অবশ্যই আমি আমার প্রিয় বাংলাকে, বাংলাদেশকে তুলে ধরব। সেই সঙ্গে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে আমার পারফর্ম্যান্সে। দেশের বাইরে খুব অল্প সময়ের জন্যই আসি বা বেশি সময়ের জন্যই আসি, দেশের বাইরে আসলেই দেশকে ভীষণ মিস করি। ধন্যবাদ আয়োজকদের যাদের নিমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম। খুব চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি পুরো এই জার্নিটা আনন্দদায়ক হবে ইনশাআল্লাহ।  গত ঈদে নূসরাত ফারিয়াকে পুষ্টির একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে।

×