ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেলর সুইফটকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন অলকা ইয়াগনিক

প্রকাশিত: ১৫:৪৮, ৩০ জানুয়ারি ২০২৩

টেলর সুইফটকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন অলকা ইয়াগনিক

অলকা ইয়াগনিক

জনপ্রিয়তার দিক দিয়ে ইউটিউবে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’ ও মার্কিন পপ তারকা টেলর সুইফটকে ছাপিয়ে গেলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র অলকা ইয়াগনিক। গোটা নব্বইয়ের দশক তিনি একাই মাতিয়ে রেখেছিলেন তার গান দিয়ে।  কিন্তু এখনও জনপ্রিয়তা এতটুকু কমেনি। তার প্রমাণ আবারও পাওয়া গেল।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবে যার গানের চাহিদা সব থেকে বেশি তিনি অলকা ইয়াগনিক। গিনেস রেকর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ইউটিউবে গায়িকার গান বেজেছে প্রায় ১ হাজার ৫৩০ কোটি বার! ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’খেতাব পেয়েছেন তিনি। তবে এই প্রথম নয়। গত তিন বছর ধরেই এই শিরোপা জিতে আসছেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। পরিসংখ্যান বলছে, ২০২০ সালে তার গান বেজেছিল ১ হাজার ৬৬০ কোটি বার। ২০২১ সালে সেটা দাঁড়ায় ১ হাজার ৭০০ কোটি।

অন্য দিকে, ২০২২ সালে বিশ্বব্যাপী বিটিএস-এর গান বেজেছে প্রায় ৭৯৫ কোটি বার। যা অলকার সাফল্যের তুলনায় প্রায় অর্ধেক। 

মাত্র ১৪ বছর বয়সে গান গাওয়া শুরু করেন অলকা। এ পর্যন্ত দু’হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। 


 

টিএস

×