ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়লেন ইমরান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ৯ ডিসেম্বর ২০২২

রেকর্ড গড়লেন ইমরান

ইমরান

শিল্পী ইমরান মাহমুদুলের গাওয়া মোট ৫১টি গান ভিউ-বিচারে কোটির ঘর অতিক্রম করেছে ইউটিউবে। ২০১৫ সালে ইমরানের কণ্ঠ-সুর-সংগীতে ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি প্রথম কোটি ভিউজের মাইলফলক স্পর্শ করে। মূলত ইমরানের সেই রাজকীয় ভিউ অধ্যায়ের প্রথম সিজন শেষ হলো সম্প্রতি ৫১ গানের রেকর্ড সৃষ্টি করে। ইমরান বলেন, এই অর্জনগুলো তো আসলে আমার একার কিছু নয়। গানগুলোর পেছনে অনেকগুলো মানুষ ও প্রতিষ্ঠান জড়িয়ে আছে।

আমি হয় তো গাওয়ার পাশাপাশি কিছু গানে সুর-সংগীত করেছি, এটুকুই। আমি মনে করি এই অর্জন বা রেকর্ডের পেছনে সর্বোচ্চ অবদান শ্রোতা-দর্শকের। তারা গানগুলো যেভাবে দেখেছেন ও শুনেছেন, মূলত সেই সংখ্যাটা গুণেই আজ এই রেকর্ড। ফলে সবচেয়ে বড় ধন্যবাদটা শ্রোতাই পাবেন।  ইমরানের কোটি ক্লাবের শুরুটা শফিক তুহিনের কথায় নিজের সুর-সংগীত-কণ্ঠ আর মডেল তানজিন তিশার গ্ল্যামারে সৃষ্টি হলেও ৫১ নম্বর গানটি এসেছে সিনেমা থেকে। সর্বশেষ কোটি ভিউ হিসেবে ইমরানের ঘরে যুক্ত হয়েছে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির ‘মন জানে’ গানটি। ফয়সাল রাব্বিকীনের কথায় যথারীতি গানটির সুর-সংগীত ইমরানেরই সৃষ্টি। এতে তার সহশিল্পী হিসেবে আছেন দিলশাদ নাহার কণা। শুধু কণ্ঠে নন, শুরু থেকে ০০০ ভিউ বাজারেও ইমরানের সঙ্গে দারুণ সঙ্গত দিচ্ছেন কণা।

 

×