ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিচালক নাসিমের বিরুদ্ধে জিডি করলেন নায়িকা রাজ রীপা

প্রকাশিত: ২১:০৬, ৩০ নভেম্বর ২০২২

পরিচালক নাসিমের বিরুদ্ধে জিডি করলেন নায়িকা রাজ রীপা

নবাগত চিত্রনায়িকা রাজ রীপা।

পরিচালক নাসিম সাহনিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন নবাগত চিত্রনায়িকা রাজ রীপা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রমনা থানায় জিডি করেন তিনি (জিডি নং ১৭৬৪)।

রাজ রীপা জানান, পরিচালক নাসিম সাহনিক ও মামুনুর ইসলাম নামে একজন প্রযোজক তার সঙ্গে প্রতারণা করেছেন। তাই তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে রাজ রীপা উল্লেখ করেন, ‘পাঁচ দিনের কথাবার্তার পর গত ২৪ নভেম্বর পরিচালক ও প্রযোজক তাকে ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ করান। চুক্তি বাবদ ৩০ পারসেন্ট টাকা দেওয়ার কথা থাকলেও দেননি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবে বলেও পাঠাননি। কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিতে এবং নিউজ করাতে চাপ দেন। তবে টাকা চাইলে টালবাহানা করতে থাকেন পরিচালক ও প্রযোজক। পরবর্তীতে তারা বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।’

রাজ রীপা বলেন, ‘আমি এর আগে জাজের ছবিতে কাজ করেছি। ইফতেখার চৌধুরীর মুক্তি সিনেমায় কাজ করেছি। কিন্তু এমন ঘটনা কখনও ঘটেনি। তারা অভিযোগ করেছেন, আমি নাকি ঠিকমতো শুটিং করব না, ঝামেলা করব, শিডিউল ফাঁসাব- নানা কিছু। কিন্তু এর আগের যতগুলো ছবিতে কাজ করেছি সেখানে খোঁজ নিলে সবাই জানতে পারবে আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। ওনারা অযথা দোষ দিচ্ছেন।’

রাজ রীপাকে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সাইনিং মানি ছাড়া কাজ করব না- এটা বলার পর তারা হুমকি দেন। পুলিশের ভয় দেখান। এ ছাড়া সাইনিংয়ের সময় টাকা সঙ্গে সঙ্গে দেবে বলে আমাকে সাদা কাগজে সাইন করিয়ে নেন। কিন্তু পরে আর টাকা দেননি। কাগজে সাইন করার কথা উল্লেখ করে তারা উল্টো আমার কাছে টাকা চান। তাদের এমন আচরণের প্রতিবাদ করলে তারা আমাকে নানা ধরনের হুমকি দেন। তাই আমি থানায় জিডি করেছি।’

রাজ রিপা আরও বলেন, ডিসেম্বরে এই ছবির শুটিং করার কথা। সেজন্য তড়িঘড়ি করে আমাকে সাইন করান। কিন্তু পরে যখন আমি ৩০ পারসেন্ট পারিশ্রমিক চাই তখন বুঝতে পারি, এই পরিচালক ও প্রযোজক তলাবীহিন ঝুড়ির মতো। তারা সাইনিংয়ের ছবি ফেসবুকে প্রকাশ করে বিভিন্ন নায়িকাদের সঙ্গে মিশতে চান এবং প্রতারণা করেন। তাদের দুজনের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মামলা করব। তার আগে জিডি করেছি।

উল্লেখ্য, ২০১৮ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিতে পার্শ্ব চরিত্রে প্রথম অভিনয় করেন রাজ রীপা। পরে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ নামে একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। জাজের আরেক ছবি ময়না-তেও অভিনয় করেন। ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে বলে জানান রাজ রীপা।

এমএস

সম্পর্কিত বিষয়:

×