ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ধু দিবসে শহীদের গান

প্রকাশিত: ১৮:০৯, ৭ আগস্ট ২০২২

বন্ধু দিবসে শহীদের গান

শহীদ 

আজ রবিবার বন্ধু দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে থাকে। বিশেষ এই দিনে সব বন্ধুদের প্রতি ভালোবাসা জানাতে একটি গান প্রকাশ করেছেন ‘দূরবীন’ ব্যান্ডের দলনেতা ও গায়ক সৈয়দ শহীদ।

গানটির শিরোনাম ‘বন্ধু ধন্যবাদ’। সোমেশ্বর অলির কথায় এর সুর করেছেন নাহিদ হাসান। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। বন্ধু দিবসের প্রথম প্রহরে ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ ২.০’ শীর্ষক ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।

গানটি নিয়ে শহীদ বলেন, ‘বন্ধুত্ব ব্যাপারটা আমাদের জীবনেরই অংশ। বন্ধুত্ব নিয়ে গান করতে পারাটা ভীষণ আনন্দের। প্রথম যখন গানের কথাটা দেখি তখনই ভালো লেগে যায়। সুর-সংগীতও আমার মনের মতো হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারিনি। বন্ধু দিবস উপলক্ষে গানটি প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে।’

তিনি আরও যোগ করেন, ‘বন্ধু দিবসে প্রকাশ করা হলেও গানটি সব সময় সকল বন্ধুদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

 

×