
হলিউড অভিনেতা জনি ডেপ তার জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়ের একটি দরজা আবারও খুলে দিয়েছেন এইবার রঙ-তুলির মাধ্যমে। নতুন এক চিত্রকলার সংগ্রহে উঠে এসেছে সেই দিনগুলোর আলো, যখন তিনি পরিবার, প্রকৃতি ও ভালোবাসায় ঘেরা জীবনের মধ্যে ছিলেন।
‘লেট দ্য লাইট ইন’ শিরোনামে প্রকাশিত হয়েছে ডেপের এই নতুন শিল্পকর্মের সিরিজ। এতে রয়েছে দুইটি জলরঙে আঁকা ছবি, যা তিনি এঁকেছিলেন ২০০০ সালের গোড়ার দিকে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলের তার মনোরম বসতভিটা 'লে হামো'তে বসবাসকালে। তখন তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের সঙ্গিনী ভেনেসা প্যারাডিস এবং তাদের দুই সন্তান লিলি-রোজ ও জ্যাক।
প্রথম চিত্রকর্মটির নাম ‘আ রোজ ইজ আ রোজ, ইজ আ রোজ’। এটি একটি সূক্ষ্ম ফুলের চিত্র, যা প্রতীকীভাবে কন্যা লিলি-রোজকে প্রতিনিধিত্ব করে। ক্যাসল ফাইন আর্টের মুখপাত্র ফ্র্যাঙ্কি ওয়াশিংটন জানান, “ভ্যালেন্টাইনস ডে ও জন্মদিনে জনি তার প্রিয়জনদের ভেনেসা ও কন্যাকে ফুল কিনে দেওয়ার বদলে নিজ হাতে একটি ফুলের ছবি এঁকে উপহার দিতেন।”
দ্বিতীয় চিত্রকর্মটির নাম ‘অ্যাড দ্য লাইট’, যা একটি আত্মপ্রতিকৃতি। এই ছবির অনুপ্রেরণা এসেছে শিল্পী বন্ধুদের কাছ থেকে পাওয়া পরামর্শ থেকে। ওয়াশিংটন বলেন, “একজন শিল্পী ডেপকে বলেছিলেন, ‘যা দেখছো তা আঁকো, আলো আঁকো, কারণ যখন সব কিছু হারিয়ে যাবে, তখন আলোই থেকে যাবে।’ এই অনুভূতিই উঠে এসেছে ছবিতে।”
যদিও জনি ডেপের শিল্পকর্ম সবসময়ই তার ব্যক্তিজীবনের প্রতিচ্ছবি, তবে ওয়াশিংটনের মতে, এই দুটি ছবি “সর্বাধিক ঘনিষ্ঠ ও আবেগপূর্ণ।” কারণ এগুলো এমন এক সময়ের প্রতিফলন, যখন ডেপ ছিলেন সত্যিই সুখী এবং প্রিয়জনদের পরিবেষ্টিত।
এই দুটি শিল্পকর্ম এখন ক্যাসল ফাইন আর্ট-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রির জন্য উন্মুক্ত। জনি ডেপ তার রঙ-তুলি দিয়ে শুধু ছবি আঁকেননি, তুলির আঁচড়ে তুলে এনেছেন জীবনের এক উজ্জ্বল সময়ের অনুরণন।
সূত্র:https://tinyurl.com/mwmsv8zu