বলিউড তারকারা।
বিশ্বে সিনেমা জগতের একটি বিশাল জায়গা জুড়ে রাজত্ব করে আসছে ভারতের বলিউড ইন্ডাষ্ট্রি। হলিউডের পর বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় ইন্ডাস্ট্রি বলিউড। প্রতি বছর হাজারের ওপরে সিনেমা নির্মাণ হয় এখানে। ইন্ডাস্ট্রি হিসেবে গত দশকেও বলিউডের অবস্থান শক্ত ছিল বলা যায়। তবে গত কয়েক বছর বলিউড ভারতের সিনেমাপ্রেমী দর্শকের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হচ্ছে। এ সময় বলিউডকে পেছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিগুলো।
তেলেগু, তামিল সিনেমাগুলো এখন কেবল ভারত নয়, বিশ্ব দরবারেও দর্শকের মন জয় করে নিয়েছে। তার পরও কেন সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে! এ প্রশ্নে জর্জরিত গোটা বলিউড। এখন নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে বলিউডের বেশ কয়েকজন তারকাদের হত্যার হুমকি! যেসব তারকাদের দর্শকপ্রিয়তা ভারতের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে, তাদের কয়েকজনকে হত্যার হুমকি যেন বলিউডে হতাশার বীজ বোনা শুরু করেছে।
বলিউড তারকাদের হত্যার হুমকি নতুন কিছু নয়। এর আগে একাধিক সুপারস্টারকে হত্যা করার হুমকি দিয়েছে অন্ধকার জগতের কুখ্যাত গ্যাংস্টাররা। কিন্তু সম্প্রতি সেখানের শীর্ষস্থানীয় কয়েকজন তারকাকে হত্যার হুমকি ভাবিয়ে তুলেছে পুরো বলিউড বাসীকে।
সম্প্রতি ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক খবরে জানানো হয়, গত ৫ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্র থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কী কারণে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি এ বিষয়ে এখনো নীরবতা ভাঙেননি শাহরুখ খান।
এর আগে ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জাওয়ান’ সিনেমার সাফল্যের পর হত্যার হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। একই বছরের অক্টোবরে এ অভিনেতাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় ভারত সরকার। মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড ৩০৮ (৪), ৩৫১ (৩) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে। শাহরুখ খানকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফাইজান। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা তিনি।
এর আগে, মাত্র ১০ দিনের ব্যবধানে বলিউড সুপারস্টার সালমান খানকে তৃতীয়বারের মতো হত্যার হুমকি দেওয়া হয়। তাকে আবারও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোকেরা হত্যার হুমকি দিয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিষ্ণোইয়ের ভাই পরিচয়ে এক ব্যক্তি সালমান খানকে হত্যার হুমকি দিয়ে এই মেসেজটি পাঠান। মেসেজটা ছিল, আমি লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তাকে হয় আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে, নয়তো পাঁচ কোটি রূপি দিতে হবে। তা না হলে আমরা তাকে মেরে ফেলব। আমাদের গ্যাং এখনো সক্রিয়। এমনকি এই বলিউড সুপারস্টারের বাবা তথা নামজাদা লেখক সেলিম খানকেও হুমকি দেওয়া হয়েছে।
এরই মধ্যে অভিনেতা বিক্রান্ত ম্যাসিকেও দেওয়া হলো হত্যার হুমকি। ভারতীয় গণমাধ্যমকে বিক্রান্ত ম্যাসি জানিয়েছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর এই হুমকি শিল্পী মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিক্রান্ত ম্যাসির হুমকি পাওয়ার ঘটনা শুধু তার জন্যই নয়, বরং পুরো বলিউডের জন্য একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারকারা যখন একের পর এক হুমকির শিকার হচ্ছেন, তখন এ ধরনের পরিস্থিতির প্রতি সবার নজর পড়েছে। প্রভাবশালী রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকে রীতিমতো আতঙ্কেই দিন কাটাচ্ছেন বলিউডের অভিনয়শিল্পীরা। ভক্তরাও প্রত্যাশা করছেন, এমন ঘটনা যেন তাদের প্রিয় তারকাদের সঙ্গে না ঘটে।
এর আগে সত্যমেব জয়তের শুটিংয়ের সময় হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলিউডের আরেক সুপারস্টার আমির খানকে। আর আমির তাই নিজের সুরক্ষার জন্য বুলেটপ্রুফ মার্সিডিজ কিনেছিলেন।
বলিউড অভিনেতা, চিত্র নির্মাতা এবং হৃতিক রোশনের বাবা রাকেশ রোশনকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি এই বলিউড তারকার ওপর বেশ কয়েকবার গুলি চালানো হয়েছিল। একবার রাকেশের হাতে গুলি লেগেছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে গ্যাংস্টার রবি পুজারা ধমক দিয়েছিল। অক্ষয় তার বাড়ির এক কর্মচারীকে কাজ থেকে বহিষ্কার করেছিলেন। এই বিটাউন সুপারস্টারকে বলা হয়েছিল যে কর্মচারীকে কাজ থেকে বরখাস্ত করে তিনি মোটেও ভালো কাজ করেননি।
বলিউড তারকা সঞ্জয় দত্তকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। কারণ, সঞ্জয়ের সঙ্গে অন্ধকার জগতের বন্ধুত্ব বেশ গভীর ছিল। মাঝে খবর ছিল যে দুই কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম ও আবু সেলিমের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল সঞ্জয়কে।
চিত্র নির্মাতা তথা পরিচালক মহেশ ভাটকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল। জানা গিয়েছিল যে ১২-১৩ জনের এক গ্রুপ তার ওপর হামলা করার পরিকল্পনা করেছিল। কিন্তু মুম্বাই পুলিশ আন্ডারওয়ার্ল্ডের এই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল।
বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানৌতকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তার ‘ইমার্জেন্সি’ সিনেমা শিখ সম্প্রদায়ের মর্যাদা হানি করেছে এই দাবি জানিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এম হাসান