ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আশীর্বাদ’ চলচ্চিত্র টিমের সংবাদ সম্মেলন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৯, ১৯ আগস্ট ২০২২

‘আশীর্বাদ’ চলচ্চিত্র টিমের সংবাদ সম্মেলন

‘আশীর্বাদ’ চলচ্চিত্র টিমের সদস্যরা

মুক্তি পেতে যাচ্ছে সরকারী অনুদানের চলচ্চিত্র আশীর্বাদকিন্তু জানেন না ছবিটির নায়ক-নায়িকাছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বললেন, ছবিটি আমি ঠিকঠাক মতো বানাতেই পারি নাইতার পাশে বসে নায়িকা বলছেন, আমরা চাই না এমন মানহীন ছবি এই সময়ে মুক্তি পাকএ সময় পরিচালক-নায়িকার পাশে বসা ছিলেন নায়কওঘটনাটি ঘটল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের বাড়ির ছাদে রাজধানীর মালিবাগেউদ্দেশ্য, সরকারী অনুদান পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক ছবি আশীর্বাদপ্রসঙ্গে নিজেদের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করা

নির্মাতা মানিক বলেন, এখন সিনেমার একটা জোয়ার চলছেপরান’, ‘হাওয়াহিট যাচ্ছেদর্শক হলে ফিরছেঅথচ এই সময়ে আমার একটা ছবি মুক্তি পেলেও সেটি নিয়ে পজিটিভ কিছু বলতে পারছি নাতার অভিযোগ প্রযোজক জেনিফার ফেরদৌস চরম অসহযোগিতা করেছেনতার ভাষ্যে, যে সময়ে ঢাকা এ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’-এর মতো ছবি হচ্ছে, সেই সময়ে আমি মুক্তিযুদ্ধের সময়কার একটা জিপ পাইনি শূটিংয়ের জন্যএজন্যই বলছি, অনেক আশা নিয়ে শুরু করেও ছবিটা আমি ঠিকঠাক মতো বানাতেই পারি নাই

এ ছবির নায়িকা মাহিয়া মাহি বলেন, যে সময়ে পরান’, ‘হাওয়ার মতো ছবি রিলিজ হয় তখন কেমন করে ২৫ লাখ টাকা বাজেটের যাচ্ছেতাইভাবে একটি ছবি রিলিজ হয় ? এটা অনুদানের সিনেমাসরকারী অনুদান কি ২৫ লাখ টাকা ছিল ? সরকার যে টাকা দিয়েছে সেটা কি এই ছবিতে খরচ করা হয়েছে ?

×