ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো সংবাদ

মানস পালের ছয় ধারাবাহিক নাটক

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ০০:২৮, ১৮ মে ২০২৩

মানস পালের ছয় ধারাবাহিক নাটক

মানস পাল

নাট্যকার মানস পাল। তার ২০০৮ সালের মা দিবসে চ্যানেল ওয়ানে প্রথম সিঙ্গেল নাটক ‘অনুভবে অনুভূতি’ প্রচারিত হয়। সেই থেকে ২০২৩ পর্যন্ত প্রায় ১৫ বছর হতে চলল এই অঙ্গনে বিচরণ। বর্তমানে ছয়টি ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি। এরমধ্যে একটি হলো ‘বউ দৌড়’। এটি পরিচালনায় শামস করিম। ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে বাংলাভিশনে। এতে মূল অভিনেতা মোশারফ করিম। ‘পাল্টা হাওয়া’ ধারাহিকটি পরিচালনায় নাহিদ নিয়াজি রিপন। এটি প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। মূল অভিনতা মীর সাব্বীর। ‘গোলমাল’ ধারাবাহিকটি  পরিচালনা করছেন কায়সার আহমেদ ও আল-হাজেন।

এটি প্রচার হচ্ছে আর টিভিতে। মূল অভিনেতা আনিছুর রহমান মিলন। ‘অক্টোপাস’ পরিচালনা জাহিদুল ইসলাম মিন্টু। এটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়। প্রচারের অপেক্ষায় আছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বাওকুমটা বাতাস’। এছাড়া খুব শিগগিরই শূটিং শুরু হবে ‘লাভলেস পেয়ার আলী’ ধারাবাহিক নাটকটি। নাটকটি যৌথভাবে পরিচালনা করবেন রতন হাসান ও এ আর আকাশ।

×