ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নজরুলের গল্পে ফারহানা মিলি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ৭ আগস্ট ২০২২

নজরুলের গল্পে ফারহানা মিলি

ফারহানা মিলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছোট গল্প বনের পাপিয়াঅবলম্বনে নির্মিত হচ্ছে নাটকবাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় এর নাট্যরূপ দিয়েছেন অভিনেতা খায়রুল আলম সবুজনাটকের শূটিং শুরু হচ্ছে ১০ আগস্ট থেকেএই নাটকের কেন্দ্রীয় চরিত্র রমলাএ চরিত্রে অভিনয় করবেন ফারহানা মিলি

ফারহানা মিলি বলেন, আমার কাছে শ্রদ্ধেয় খায়রুল আলম সবুজ আঙ্কেলের নাট্যরূপ দেয়া বনের পাপিয়ানাটকের স্ক্রিপ্ট এসেছেসংলাপ যথেষ্ট সুন্দর এবং কঠিনও বৈকিআমি বেশ ভালভাবে প্রস্তুতি নিচ্ছি এই নাটকে রমলা চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য

চরিত্র অনুযায়ী পোশাক কেমন হতে পারে তারও প্রস্তুতি নিতে হচ্ছেসত্যি বলতে কী-এই ধরনের চরিত্রে অভিনয় করার পূর্ব প্রস্তুতিটাও ভীষণ জরুরীএর আগেও যেহেতু এই চরিত্রে আমাদের দেশের বেশ কয়েক গুণী অভিনেত্রী অভিনয় করেছেনতাই সে ক্ষেত্রে এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জও বলা যেতে পারেতবে আমার চেষ্টার ত্রুটি থাকবে নানাটকের গল্প সম্পর্কে নির্মাতা জানান, মি. মিত্র ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটএক বছর হলো রমলার সঙ্গে তার বিয়ে হয়েছে

আর এক বছরে মি. মিত্র রমলাকে যতটা চিনেছে, তার চেয়ে অচেনা অংশই যেন বেশিভীষণ অভিমানী, একরোখা স্বভাবের  মেয়ে রমলাসে আপন মনে, আপন ভুবনে থাকতে ভালবাসেমি. মিত্র  যেন স্ত্রীকে ভয় করেই চলেন।  কেননা, রমলা শ্বশুরবাড়িতে আসার সময় প্রচুর অর্থ, সম্পত্তি নিয়ে এসেছেএমনকি চাকরিটাও রমলার বাবার  দেয়ারমলাকে তিনি তার আপন ভুবনে থাকতে বাধা  দেন না

কিন্তু মাঝে মাঝে বিরক্তিও যে লাগে না তা নয়, এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কিঞ্চিত মনোমালিন্য হয়এগিয়ে যায় গল্পএর আগে এই রমলা চরিত্রে সুরাইয়া হুদা রাত্রি, গোলাম ফরিদা ছন্দা, সানজিদা প্রীতিসহ অনেকেই অভিনয় করেছিলেন

×