ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বঙ্গ সম্মেলনে মীর সাব্বির পুরস্কৃত

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ৪ জুলাই ২০২২

বঙ্গ সম্মেলনে মীর সাব্বির পুরস্কৃত

.

গেল বছরের শেষ প্রান্তে মুক্তি পায় সরকারী অনুদানে নির্মিত মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা রাত জাগা ফুলএ সিনেমা এরইমধ্যে দেশ বিদেশে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেতবে এবার ২ জুলাই যুক্তরাষ্ট্রের লাস-ভেগাসে ভারত-বাংলাদেশের ৪২তম সম্মেলনে রাত জাগা ফুলদুটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে

 

শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এবং শ্রেষ্ঠ সিনেমা হিসেবে পুরস্কৃত হয়েছেতার হাতে পুরস্কার তুলে দেন ভারতের নন্দিত অভিনেত্রী তনুশ্রী দত্তআবার শ্রেষ্ঠ সিনেমা হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন গুণী পরিচালক মোরশেদুল ইসলামএ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, আমার সিনেমা এরইমধ্যে বাবিসাস এ্যাওয়ার্ড, টেলিসিনে এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেআমার প্রথম সিনেমা হিসেবে সাফল্যের কথা যদি বিবেচনা করি তাহলে আমি আলহামদুলিল্লাহ শতভাগ খুশিযুক্তরাষ্ট্রে বঙ্গ সম্মেলনেও আমার সিনেমা যে দুটি ক্যাটাগরিতে পুরস্কৃত হলো সেটাও আমার জন্য অনেক গর্বের, আনন্দের বিষয়

অসংখ্য বাংলা ভাষাভাষীর সামনে যখন আমি এই পুরস্কার পেয়েছি তখন অনেক স্মৃতি অনেক মানুষের ভালবাসার কথা মনে পড়েছেআমার চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেরই অর্জন এই পুরস্কারআমার কাছে বারবারই মনে হয় সিনেমা নির্মাণ কেবল শুরুএই নির্মাণ প্রক্রিয়া অবিরামভাবে দর্শকের জন্য চালিয়ে যেতে হবে যতদিন বেঁচে থাকবজয় হোক বাংলা চলচ্চিত্রেরমীর সাব্বির জানান ২০ জুলাই তিনি দেশে ফিরবেনএর আগে তার রাত জাগা ফুলসিনেমাটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ডালাস, নিউইয়র্ক ও সানফ্রান্সিসকোতে

এদিকে আমেরিকা যাবার আগে মীর সাব্বির বেশ কয়েকটি ঈদের নাটকের কাজ শেষ করে গেছেনফিরে এসে তিনি যথারীতি আবারও নাটকের কাজেই ব্যস্ত হয়ে উঠবেনমীর সাব্বির অভিনীত প্রথম সিনেমা চন্দন চৌধুরীর কী যাদু করিলাএরপর তাকে আর সিনেমাতে অভিনয়ে দেখা যায়নিদীর্ঘ বিরতির পর নিজের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় অভিনয় করেছেন রাত জাগা ফুলসিনেমায়

×