
মানুষের জন্য আছে নির্দিষ্ট চিকিৎসা সেবাকেন্দ্র বা হাসপাতাল
মানুষের জন্য আছে নির্দিষ্ট চিকিৎসা সেবাকেন্দ্র বা হাসপাতাল, পশুপাখির জন্য রয়েছে প্রাণি হাসপাতাল ও পেট ক্লিনিক। কিন্তু কখনো ভেবে দেখছেন কি মানুষ বা পশুপাখির মতো উদ্ভিদেরও তো জীবন আছে। জীবন যখন আছে স্বাভাবিক ভাবেই অসুস্থতার প্রশ্ন থেকেই যায়। মানবজাতির খাদ্যশস্য, শাক সবজি, ফলমূল ও বাসস্থান থেকে শুরু করে সবকিছুর জন্যই উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয়।
এ দেশের বিপুল জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদনে উদ্ভিদের পোকা ও রোগ নির্ণয়, প্রতিরোধ ও ব্যবস্থাপনা জরুরি। কারণ আক্রান্ত একটি উদ্ভিদ থেকে তা সমগ্র ফসলের ক্ষেতে ছড়িয়ে পড়তে পারে মহামারী আকারে । যা কখনো কখনো দুর্ভিক্ষের মতো ভয়াবহ পরিস্থিতিও তৈরি করতে পারে।
একসময় গ্রামীণ কৃষকেরা ফসলের রোগবালাই নিয়ে দিশেহারা থাকতেন। কোন গাছে কী রোগ হয়েছে, কী কীটনাশক ব্যবহার করা উচিত এই সব প্রশ্নের উত্তর তারা পেতেন না সময়মতো। অনেক সময় স্থানীয় দোকানদারের ভুল পরামর্শে ভেজাল ওষুধ কিনে ফসলের আরও ক্ষতি করে বসতেন। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। কারণ সাভারের ধামরাই উপজেলার শিরামপুর ইউনিয়নে দেশের প্রথম হিসেবে চালু হওয়া একটি ছোট্ট উদ্যোগ ‘প্লান্ট ক্লিনিক’ যা বদলে দিচ্ছে কৃষকদের ভাবনা, জীবন ও আয়ের চিত্র।
প্ল্যান্ট ক্লিনিক হল কৃষক কেন্দ্রিক পরামর্শ সেবা, যা গাছের স্বাস্থ্য সমস্যাগুলো নির্ণয় ও সমাধান প্রদানের জন্য তৈরি করা হয়েছে। কৃষকরা আক্রান্ত গাছের নমুনা নিয়ে আসেন বা মাঠে দেখা সমস্যাগুলোর বর্ণনা দেন, আর প্রশিক্ষিত ‘প্ল্যান্ট ডাক্তাররা’ বা কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের গাছের পোকা ও রোগ নির্ণয় এবং ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দেন। তারা পোকা ও রোগ প্রতিরোধ এবং দমন কৌশল সম্পর্কে পরামর্শ দেন, যার মধ্যে জৈবিক, সাংস্কৃতিক, যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বয় থাকতে পারে।
উদ্ভিদের বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা ও রোগের ব্যবস্থাপনা করে কৃষকের ক্ষতি কমানো এবং রোগের বিস্তার রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সেন্টার ফর এগ্রিকালচার এন্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল (সিএবিআই) প্লান্ট ওয়াইসপ্লাসের কারিগরি সহায়তায় বর্তমানে বাংলাদেশ জুড়ে ৪০৫টি প্লান্ট ক্লিনিক স্থাপিত হয়েছে। যেখানে উপদেষ্টা ও প্রশিক্ষক হিসেবে কাজ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ ও দেশি বিদেশি বিশেষজ্ঞ উদ্ভিদ ও কীটতত্ত্ববিদ গণ।
প্যানেল হু