ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

যেন এক নক্ষত্র নিভে গেছে, শোকের ছায়া নেমে এসেছে

মোসাঃতানজিলা, কন্ট্রিবিউটিং রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৪, ২০ জুন ২০২৫

যেন এক নক্ষত্র নিভে গেছে, শোকের ছায়া নেমে এসেছে

ইডেন মহিলা কলেজ এর গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবিএম রেজা করিম (বাদল) স্যার আর নেই।
তিনি শুক্রবার, ২০ জুন ২০২৫ সকাল ৯ঃ৩০ এর দিকে ইন্তেকাল করেছেন। জানা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। 
তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সদ্যসাবেক মহাপরিচালক (পিআরএল ভোগরত) গণিতের অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকাতে অধ্যাপক হিসাবে ছিলেন।

সকাল ১১ টার দিকে ইডেন মহিলা কলেজ বাস্কেটবল মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত করেন। জানাজায় উপস্থিত ছিলেন ইডেন কলেজের শিক্ষক ও কর্মচারী সকলেই। 

ইডেন এর তার এক শিক্ষার্থী লিখেছেন, ভার্সিটি জীবনে আমার আমার অতি প্রিয় ও শ্রদ্ধাভাজন একজন শিক্ষক ছিলেন তিনি। স্যারের দায়িত্বশীলতা ও সর্বদা আমাদের উদ্বুদ্ধ করা দেখে বরাবর ই মুগ্ধ হতাম।স্যারের মৃত্যুর খবরটা শুনে খুবই খারাপ লাগছে।আল্লাহ স্যার এর সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
তার মৃত্যুতে ইডেন কলেজ এর সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যেন নেমে এসেছে শোকের বার্তা। যেন এক নক্ষত্রের পতন হয়েছে, সবাই শোকাহত।

 

রাজু

×