
ড. দেবপ্রিয় ভট্টাচার্য
অন্তর্বর্তী সরকারকে ব্যাঙ্গ করে সিপিডির সম্মানিত ফ্যালো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘কর্দমাক্ত জায়গায় নিষ্পাপ সরকার নিয়ে এগোচ্ছি। এমন নির্দোষ আর নিষ্পাপ সরকার আমি আগে দেখিনি।’ যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশের ইতিহাসে প্রথম এ ধরনের ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ সই হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো পার্টনার (অন্য দেশ) কোনোদিন এনডিএ ডকুমেন্ট দেয়নি।
রবিবার রাজধানীর একটি হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ‘ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। দেবপ্রিয় বলেন, এর বদলে নন-পেপার ইস্যু করা যেত- যার অর্থ হলো, এটা আমার অবস্থান, কিন্তু আমি নিজে সই করবো না। নন-পেপার হলে রেসপন্সিবিলিটি তৈরি হতো, কিন্তু এখন বাধ্যবাধকতা তৈরি হয়ে গেছে। এখন যদি বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করে, তার কাছেও এ তথ্য প্রকাশ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপে হতাশার কথা জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে
আজাদ। তিনি বলেন, আমার ৪০ বছরের ব্যবসা জীবনে এমন সংকট আর আসেনি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সাত-আট মাস পর আপনারা চলে যাবেন, আমরা কোথায় যাব? আমাদের কার কাছে ফেলে যাবেন? সবার ধারণা, মাথার ওপর একজন আছেন- তিনি ফুঁ দেবেন, আর সমাধান হয়ে যাবে।
সভায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
প্যানেল হু