ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পুঁজিবাজারে দাপট দেখাল বস্ত্র-আর্থিক প্রতিষ্ঠান, সূচকের বড় লাফ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৪, ২০ জুলাই ২০২৫

পুঁজিবাজারে দাপট দেখাল বস্ত্র-আর্থিক প্রতিষ্ঠান, সূচকের বড় লাফ

দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান

দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র ও টেলিকমিউনিকেশন কোম্পানি দাপট দেখিয়েছে। এতে রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে বাজারটিতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অবশ্য এরপরও ডিএসইতে সাড়ে সাতশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। তবে লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন এবং বস্ত্র খাতের কোম্পানিগুলো দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখায়। এর মধ্যে টেলিকমিউনিকেশন ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মূলধন বড় হওয়ায় এসব প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় মূল্যসূচকে বড় প্রভাব ফেলে।

প্যানেল হু

×